নগরীর ছয় স্থানে টিসিবির ৪৫ টাকার পেঁয়াজ

52

নগরীর ছয়টি স্থানে ট্রাকে করে ৪৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। গতকাল মঙ্গলবার বেলা একটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত পেঁয়াজ বিক্রি করা হয় কোতোয়ালী মোড়, দামপাড়া পুলিশ লাইন সংলগ্ন এলাকা, পাহাড়তলি, হালিশহর, বায়েজিদ ও বন্দর থানা সংলগ্ন সড়কে। পেঁয়াজ কিনতে আগ্রহীদের দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে এসব স্থানে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ লাইনে দাঁড়িয়ে এক কেজি করে পেঁয়াজ কিনেছেন।
কোতোয়ালী মোড় এলাকায় ক্রেতা সাইফুল আলম বলেন, ‘পেঁয়াজের দাম দুইশ টাকা ছাড়ানোর পর কেনা হয়নি। আজ এখানে ৪৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে শুনে লাইনে দাঁড়িয়ে নিলাম। আরও আগে টিসিবির পেঁয়াজ বিক্রি শুরু করা উচিত ছিল’।
টিসিবি চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের উপ-ঊর্ধ্বতন কার্যনির্বাহী জামাল উদ্দিন আহমেদ বলেন, প্রতি ট্রাকে এক হাজার কেজি করে পেঁয়াজ ছিল। ছয়টি ট্রাকের সব পেঁয়াজ বিক্রি হয়ে গেছে। বুধবারও ট্রাকে করে পেঁয়াজ বিক্রি হবে। আমাদের বিক্রি করা পেঁয়াজ মিয়ানমারের। প্রতি কেজি ৪৫ টাকা করে বিক্রি করেছি’। খবর বিডিনিউজের