নগরীর ইপিজেডে মিলাদুন্নবী মাহফিল

37

মাইজভাণ্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন ও পার্লামেন্ট অব ওয়ার্ল্ড সূফীর চেয়ারম্যান শাহ্সূফী সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী ওয়াল হোসাইনী আল্-মাইজভাণ্ডারী (মা.জি.আ.) বলেছেন, প্রিয়নবী (দ.)’র শিক্ষা হচ্ছে সকল ধর্মের মানুষ সম্প্রীতির মধ্যে বসবাস করবে। কিন্তু আজ বিশ্বের সবখানেই সংখ্যালঘুরা নির্যাতিত। বিশেষ করে মুসলিম হলেতো আর কথাই নেই। আজ মিয়ানমার, কাশ্মীর, আসাম মেঘালয় ত্রিপুরা- সবখানে মুসলমানরা মার খাচ্ছে। নাগরিকত্ব আইন পাস করে চরম বৈষম্যমূলক মুসলিম বিদ্বেষ উস্কে দিয়েছে ভারতের বিজেপি সরকার। উপমহাদেশের এই সমস্যা থেকে বেরিয়ে আসতে দ্বিপাক্ষিক ও বহুপক্ষীয় কূটনীতি জোরদার করে প্রয়োজনে সার্কের মাধ্যমে এগুতে হবে। হাজারো ওলী-আউলিয়ার দেশ ভারতে ধর্ম নিরপেক্ষতার বদলে সাম্প্রদায়িকতাকে উৎসাহিত করা হচ্ছে। ভারতকে ধর্ম নিরপেক্ষতা ও রাষ্ট্রীয় আদর্শ অক্ষুণ্ণ রাখতে সব মানুষকে সোচ্চার হতে হবে। এ ব্যাপারে তিনি বাংলাদেশ সরকারসহ প্রতিবেশি সকল রাষ্ট্র প্রধান ও জনগণকে জোরালো ভূমিকা রাখার আহবান জানান। ১৭ ডিসেম্বর আন্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া চট্টগ্রাম ইপিজেড শাখার উদ্যোগে ব্যারিস্টার কলেজ রেশমী ক্লাব সংলগ্ন মাঠে ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে শাহ্সূফী সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী (মা.জি.আ.) এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লেবানন থেকে আগত শায়খ ড. রিয়াদ হাসান বাজু, আন্জুমান সাবেক সভাপতি মো. ইকবাল রিসালপুরী। বিশেষ অতিথি শায়খ ড. রিয়াদ হাসান বাজু বলেন, কেবল মুসলমান তকমা আছে বলেই লাখো লাখো রোহিঙ্গা মুসলমানদের গণহত্যা, ধর্ষণ চালিয়ে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দিয়েছে বর্বর নিপীড়ক মিয়ানমারের জান্তা সরকার। মিয়ানমার ইস্যুর জট খুলতে আজ সব দেশ ও সংস্থাকে গাম্বিয়া ও ওআইসির পাশে দাঁড়াতে হবে।
অনুষ্ঠানে এইচ এম মাকসুদুর রহমানের সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন হযরত মাওলানা মুফতী বাকী বিল্লাহ আল-আযহারী, হযরত মাওলানা নিজাম উদ্দীন চিশতী, হযরত মাওলানা ইসমাইল হোসেন সিরাজী, মাওলানা মনসুর আলী, আন্জুমান চট্টগ্রাম মহানগর সভাপতি খলিফা বোরহান উদ্দীন, সাধারণ সম্পাদক ইউছুফ রেযা মিন্টু, খলিফা সামশুল আলম সানজরী, আন্জুমান চট্টগ্রাম দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক কাজী মো. শহীদুল্লাহ, আবু তাহের মাইজভাণ্ডারী, বাবুল, পাবেল মাহমুদ রনি, দেলোয়ার হোসেন সুমন, কায়সার, রাকিব উদ্দীন, শাহরুখ আলম, জসীম, হুমায়ুন মাইজভাÐারী, হাসান ইমাম সুজন প্রমুখ।