নগরীতে বাস-মিনিবাস কাউন্টার উদ্বোধন করলেন সিটি মেয়র

102

পোট সিটি পরিবহন (প্রাইভেট) লিঃ এর ৫ ও ৬নং রুটে পারমিটধারী বাস,মিনিবাস কাউন্টার উদ্বোধন করা হয়েছে। আজ সকালে লালদীঘির পুর্বপাড়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ.জ.ম.নাছির উদ্দীন ফিতা কেঠে এই কাউন্টার উদ্বোধন করেন। এই উপলক্ষে আয়োজিত সমাবেশে সিটি মেয়র বলেন নগরী পরিবহনখাতে শৃংখলা ফিরিয়ে আনার লক্ষে অতিসহসা বাস মালিক-শ্রমিক,পুলিশ প্রশাসন এবং বিআরটিএ নিয়ে বৈঠকের আয়োজন করবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। বৈঠকে পরিববহন সেক্টরে শৃংখলা ,বাস মালিক-শ্রমিকদের সমস্যা,বিআরটিএ লাইসেন্স প্রদান জটিলতা, গাড়ী ফিটনেস,পারমিট এবং নতুন বাস রাস্তা নামানো সংক্রান্তসহ বিবিধ বিষয় আলোচনায় প্রাধান্য পাবে। তিনি বলেন নগরীতে চলাচলরত যাত্রী পরিবহন গাড়িগুলো শৃংখলাবদ্ধ থাকা অপরিহার্য। গাড়ীগুলো যেন সারিবদ্ধভাবে চলে,যত্রতত্র যেন পার্কিং না হয়। সবাই যেন ট্রাফিক আইন মেনে চলে । সেই বিষয়ে জনসচেতনা সৃষ্ঠি করা আমাদের সকলে সামাজিক দায়িত্ব ও কর্তব্য। মেয়র বলেন যেখানে সেখানে যাত্রী উঠানামা,যত্রতত্র রাস্তা পারাপার ,পার্কিং উল্টো পথে চলাসহ প্রাণহানির অন্যতম কারণ। এই ক্ষেত্রে পোট সিটি পরিবহন লিঃ কর্তৃক পরিচালিত বাস সমুহ নিয়মাতান্ত্রিক ভাবে যাত্রী পরিবহন করে চট্টগ্রাম নগরীতে পরিবহন জগতে শৃংখলা ফিরিয়ে আনবে। তবে পরিবহন জগতে বিশৃংখলা কোনো অবস্থাতে বরদাস্ত করা হবে না বলে তিনি সকলকে সর্তক করে দেন। অনুষ্টানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রæপের সহ-সভাপতি মাহবুবুল হক মিয়া। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক লীগের যুগ্ম সম্পাদক আলহাজ্ব শফর আলী,কাউন্সিলর মোহাম্মদ ইসমাইল বালি, কাউন্সিলর শৈবাল দাশ সুমন, চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক গ্রæপ সভাপতি আলহাজ্ব মনজুরুল আলম চৌধুরী মনজুু,বন্দর ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ জহুর আহমদ,বাঁশখালী কোষ্ঠার মালিক সমিতির সভাপতি নুরুল ইসলাম চৌধুরী, মালিক গ্রæপের যুগ্ম সম্পাদক হাসান চৌধুরী ও শ্রমিক নেতা অলি আহমদ প্রমুখ। সভা সঞ্চালনায় ছিলেন গোলাম রসুল বাবুল প্রমুখ বক্তব্য রাখেন । নগরীর ৬নং রোড়ে যাত্রী পরিবহনের জন্য নন-এসি সম্পন্ন ৬৬টি গাড়ী রাখা হয়েছে। এই গুলো লালদীঘির পাড় থেকে কাঠগড় ,কাঠগড় থেকে লালদীঘি পর্যন্ত ভাড়া হচ্ছে প্রতিজন ৩০ টাকা। প্রতি ৩ কিলোমিটার ভাড়া ১০টাকা অথাৎ উঠা-নামাই হচ্ছে ১০ টাকা। সিট ক্যাপাসিটির বিশেষায়িত এ সার্ভিসটি প্রতি ১০মিনিট অন্তর লালদিঘীর পূর্ব পাড় এবং কাটগড় থেকে লালদিঘী চলাচল করবে। বিজ্ঞপ্তি