নগরীতে বামজোটের মিছিল-সমাবেশ

34

গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে সারাদেশের মত চট্টগ্রামে মিছিল-সমাবেশের মধ্য দিয়ে গতকাল রবিবার আধাবেলা হরতাল পালন করেছে বাম গণতান্ত্রিক জোট। ভোর ৬টা থেকে নগরীর নিউ মার্কেট মোড়সহ আশপাশের এলাকায় অবস্থান নেন নেতাকর্মীরা। এ সময় অপ্রীতিকর ঘটনা এড়াতে নগরজুড়ে পুলিশ মোতায়েন করা হয়। তবে কোথাও অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাওয়া যায়নি। হরতালের সমর্থনে নগরীর নিউ মার্কেট মোড়ে সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ নেতাকর্মীদের সরিয়ে দেয়।
জানা যায়, গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে আধাবেলা হরতালের সমর্থনে নেতাকর্মীরা রবিবার ভোর থেকে নিউ মার্কেট মোড়ে কয়েক দফা মিছিল শেষে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ করেন। এরপর মিছিল নিয়ে নগরীর পুরনো রেলস্টেশন চত্বরে যান। সেখান থেকে আবারও নিউ মার্কেট এসে সড়ক অবরোধ করেন। এ সময় সড়কে যানবাহন চলাচলে বাধা দেওয়ার চেষ্টা করা হয়। নিউ মার্কেট মোড়ে সতর্ক অবস্থানে ছিল পুলিশ। এসময় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। হরতাল চলকালে নিউ মার্কেট, কোতোয়ালী মোড়, লালদিঘি, পুরাতন রেলস্টেশন, তিনপুলের মাথা, আন্দরকিল্লা, জামালখান, কাজির দেউড়ি, সিনেমা প্যালেস ও শহীদ মিনার এলাকায় লাল পতাকা নিয়ে মিছিল- করেছেন বাম সংগঠনগুলোর নেতাকর্মীরা।
পরে সিনেমা প্যালেস এলাকায় সমাবেশের মধ্য দিয়ে শেষ হয় হরতাল।
চট্টগ্রাম জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক আতিক রিয়াদ বলেন, আমরা সড়কে অবস্থান নিয়ে হরতালের যৌক্তিকতা তুলে ধরেছি। এ সময় যানবাহন চলাচল সাময়িক বন্ধ ছিল। তবে আমরা কোনো গাড়ি ভাঙচুর করিনি। কোনো ধরনের সংঘাত ছাড়া শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেছি।
সমাবেশে বক্তারা বলেন, গ্যাসের দাম বাড়ানো হয়েছে, বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে। গ্যাস-বিদ্যুতের দাম বাড়লে সারের দাম বাড়বে। ধানের উৎপাদন খরচ বাড়বে। চালের দাম বাড়বে। সেই চাল বাড়তি টাকায় কিনতে হবে গরীব-মধ্যবিত্তকে। সরকার দেশের জনগণের পিঠ দেওয়ালে ঠেকিয়ে দিয়েছে। সরকারের স্বেচ্ছাচারিতার প্রতিবাদে আমরা হরতাল ডেকেছি।
সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) মৃণাল চৌধুরী, আব্দুল নবী, উত্তম দত্ত, কানাইলাল দাশ, গণসংহতি আন্দোলনের হাসান মারুফ রুমি, বাসদ নেতা অপু দাশগুপ্ত, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আল কাদেরি জয়, ছাত্র ইউনিয়ন নেতা আতিক রিয়াদ প্রমুখ।
এদিকে গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে ১৪ জুলাই সমাবেশ ও জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে বাম গণতান্ত্রিক জোট। পাশাপাশি দাবি আদায় না হলে ১৯ জুলাই প্রতিনিধি সভা করে লাগাতার কর্মসূচি দেবে বলে ঘোষণা দেয়া হয়।