নগরীতে ডেঙ্গু রোগীর মৃত্যু

13

নগরীর একটি বেসরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল শনিবার ভোর ৫টার দিকে পার্কভিউ হাসপাতালে বাদশা মোল্লা (৫৬) নামে ওই রোগী মারা যান বলে জানান সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিকী। বাদশা মোল্লা সীতাকুন্ড উপজেলার সলিমপুর এলাকার বাসিন্দা। তিনি গত ২০ আগস্ট অসুস্থ হয়ে চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরে ২২ আগস্ট তাকে পাঁচলাইশের পার্কভিউ হাসপাতালে স্থানান্তর করা হয়।
সিভিল সার্জন কার্যালয়ের রোগ নিয়ন্ত্রণ বিভাগের মেডিকেল অফিসার ডা. মো. নুরুল হায়দার জানান, ওই রোগীর ডেঙ্গু এনএসওয়ান পজিটিভ ছিল। তার ডায়াবেটিস, প্রেসারসহ অনান্য সমস্যাও ছিল।
পরবর্তীতে অসুস্থ অবস্থায় বাদশা মোল্লার ‘মাল্টি অর্গান ফেইলিওর’ হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এসব কারণে বাদশা মোল্লা মারা গেছেন বলে হাসপাতাল থেকে জানানো হয়েছে।
এই প্রথম নগরীতে কোনো ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যুর বিষয়ে সরকারি সংস্থার পক্ষ থেকে নিশ্চিত করা হল।
সিভিল সার্জন অফিসের দেওয়া তথ্য অনুযায়ী গত জানুয়ারি থেকে চলতি আগস্ট পর্যন্ত চট্টগ্রামে এক হাজার ১১১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।