নগরীতে আহলে সুন্নাতের বিক্ষোভ মিছিল

30

ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিশ্বনবী (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে গত মঙ্গলবার চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে আহলে সুন্নত ওয়াল জামায়াত চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মাওলানা শাহ নুর মোহাম্মাদ আলকাদেরির সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন গাউসিয়া কমিটির কেন্দ্রীয় চেয়ারম্যান পেয়ার মোহাম্মাদ কমিশনার। মোহাম্মদ দস্তগীর আলমের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন আহলে সুন্নাতের মহানগর সাধারণ সম্পাদক অধ্যক্ষ জামেউল আকতার আশরাফি। মানববন্ধনে বক্তারা বলেন, ফ্রান্স সরকারের সহযোগিতায় বাকস্বাধীনতার নামে বহুল সমালোচিত ম্যাগাজিন শার্লি এবদো কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর কার্টুন প্রচার করায় ফ্রান্সকে বয়কট, কূটনীতিক সম্পর্ক ছিন্নের দাবি জানিয়েছে আহলে সুন্নত। এমন ঘটনা সকল মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছে। সোহেল আনসারীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন অধ্যক্ষ বদিউল আলম রেজবী, অধ্যক্ষ আবুল কলাম আমিরী, আব্দুন্নবী আলকাদেরী, মাওলানা ইউনুচ তৈয়বী, মাওলানা সেকান্দর হোসেন আলকাদেরী, মোখতার আহমদ রেজবী, মাওলানা জসিম উদ্দিন মাহমুদ, মাওলানা হফেজ ইদ্রিচ রেজবী, ড.মহিবুল হক, মাওলানা আব্দুল মান্নান, মাওলানা সৈয়দুল আলম, মাওলানা আমিনুর রশিদ, মাওলানা আরিফুর রহমান, হাবিবুল মোস্তাফা সিদ্দিকী, মোহাম্মাদ হারুনুর রশিদ, কাজী হামিদ, গোলাম মোস্তাফা রোমান প্রমূখ। বিজ্ঞপ্তি