নগরপিতা নয়, নগরবাসীর সেবক হতে চাই : ডা. শাহাদাত হোসেন

138

বিএনপির মনোনীত মেয়র প্রার্থী নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেছেন, আমি নগরপিতা নয়, নগর বাসীর সেবক হতে চাই।তিনি বলেন,বেগম খালেদা জিয়া যখনই ক্ষমতায় ছিল দেশের ও জনগনের সব কিছু করেছেন। ফখরুদ্দীন, মঈন উদ্দিন মাইন টু ফরমুলাই দেশ ত্যাগ করার জন্য অনেক চেষ্টা করলেও তাকে দেশ থেকে বিদেশে পাঠাতে পারেনি।তিনি বলেন,দেশে হাজার হাজার কোটি টাকা লুট হলেও তাদের বিচার হয়না কিন্তু বেগম খালেদা জিয়াকে দুই কোটি টাকার জন্য দুই বছরের অধিক সময় জেলে থাকতে হচ্ছে। ডা.শাহাদাত হোসেন বলেন, জনগন যেভাবে ভোট কেন্দ্র থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, প্রশাসন উদ্যোগ নিয়ে ভোটারদের ভোটকেন্দ্রে আসার কাজ করতে হবে। তিনি গত বুধবার পূর্ব বাকলিয়া অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে একথা বলেন ও ক্ষতিগ্রস্থদের সান্তনা দেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ আলী, নিয়াজ মোহাম্মদ খান, যুগ্ম সম্পাদক কাজি বেলাল উদ্দিন, বিএনপি নেতা এ কে এম আনিসুর রহমান, নগর বিএনপি’র সহ প্রচার সম্পাদক মোঃ শাহজাহান, সদস্য এম এ সবুর, মোহাম্মদ জসীমউদ্দীন,মহিলা কাউন্সিলার প্রার্থী শাহিদা বেগম, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ১৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল্লাাহ আল সগীর, বিএনপি নেতা মুজিবুর রহমান, আবুল কালাম আবু, মোহাম্মদ ইউনুস, আবু বক্কর সিদ্দিক, মোহাম্মদ লোকমান, মান্নান, ইকবাল প্রমুখ। এদিকে ওইদিন সকালে চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও বিএনপির মেয়র প্রার্থী ডা.শাহাদাত হোসেনের সাথে স্থানীয় একটি হোটেলে সৌজন্য স্বাক্ষাত করেন অফিস অফ ডেমোক্রেসি হিউম্যান রাইটস এন্ড গভর্নস এর পরিচালক রেন্ডল বি ওলসন, ইউএসএইড এর রুবায়েত চৌধুরী মাসুম, সাজ্জাদ কামাল, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর আমিনুল আহসান, অনিন্দ্য রহমান, সদরুল আলম, মাস্টার ট্রেইনার জসিম উদ্দিন চৌধুরী প্রমুখ। সাক্ষাতে মেয়র প্রার্থী ডা.শাহাদাত হোসেন বলেন,চ ট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন অবাধ নিরপেক্ষ ও সকলের কাছে গ্রহণযোগ্য করার জন্য নির্বাচন কমিশনকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে । প্রতিটি ভোটকেন্দ্রে ভোটারের এনআইডি দেখে ঢুকাতে হবে। ভোটকেন্দ্রের ব্যালট প্যানেলে সেনাবাহিনীর অফিসার নিয়োগ দিতে হবে। প্রিসাইডিং অফিসারের ৫% ভোট দেওয়ার ক্ষমতা কমিয়ে ১% নিয়ে আসতে হবে। নির্বাচন কমিশনকে আমাদের এই দাবিগুলো বাস্তবায়ন করে নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা গ্রহন করার জন্য আমি আহবান জানিয়েছি। বিজ্ঞপ্তি