নক আউট পর্বে উত্তম মধ্যম হালিশহর ফিরিঙ্গীবাজারের শুভসূচনা

24

সিজেকেএস মেয়র গোল্ডকাপ আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টে নক আউট পর্বে উঠেছে ৩৭ নং উত্তর মধ্যম হালিশহর ওয়াড। গতকাল নগরীর এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় তারা কামরুল হাসানের হ্যাটট্রিকে ৪-১ গোলের ব্যবধানে ৩১ নং আলকরণ ওয়ার্ড দলকে হারায়। এর আগে ‘ডি’ গ্রæপে নিজেদের প্রথম খেলায় উত্তম মধ্যম হালিশহর ৩৬ নং গোসাইলডাঙ্গাকে পরাজিত করেছিল। ফলে পর পর দু’ খেলায় জিতে তারা গ্রæপ সেরা হয়ে প্রি- কোয়ার্টার পর্বের টিকিট কাটে। বৃহস্পতিবার দিনের প্রথম খেলাটিতে উত্তর মধ্যম হালিশহর মিঠুন চৌধুরী ও কামরুল হাসানের গোলে ২-০ তে এগিয়ে থেকে বিরতিতে যায়। বিরতি থেকে ফিরে উত্তর মধ্যম হালিশহরের গোলরক্ষকের ফাউলের কারণে রেফারি পেনাল্টির বাঁশী বাজালে আলকরণ বিশুর শটে একটি গোল শোধ করে। এর পর উত্তর মধ্যম হালিশহর আরো আক্রমণাত্মক হয়ে খেলে দুটি গোল আদায় করে ব্যবধান ৪-১ করে। এই অর্ধের দুটি গোলই আসে কামরুল হাসানের পা থেকে। কামরুল হাসান পূণ করেন হ্যাটট্রিক। টুর্নামেন্টের এটি ৫ম হ্যাটট্রিক। এ খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন ৩৭ নং উত্তর মধ্যম হালিশহর ওয়ার্ডের কামরুল হাসান। তার হাতে ক্রেস্ট তুলে দেন ২ নং জালালাবাদ ওয়ার্ডের কাউন্সিলর মো. সাহেদ ইকবাল বাবু।
একই ভেন্যুতে দিনের দ্বিতীয় খেলায় ৩৩ নং ফিরিঙ্গীবাজার ওয়ার্ড শুভসূচনা করে। তারা ১-০ গোলে ২ নং জালালাবাদ ওয়ার্ড দলকে পরাজিত করে। খেলার প্রথমার্ধে কোন দল গোল করতে পারেনি। জালালাবাদ এ অর্ধে আক্রমণ করে খেললেও তা থেকে গোল আদায় করে নিতে পারেনি। দ্বিতীয়ার্ধের ৯ মিনিটের সময় ফিরিঙ্গীবাজারের মো. শাহরিয়ার ইসলাম গোল করে দলকে এগিয়ে নেন (১-০)। শেষ পর্যন্ত এ গোলেই খেলার জয় পরাজয় নির্ধারিত হয়ে যায়। এ খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন ফিরিঙ্গীবাজার ওয়ার্ডের শাহরিয়ার ইসলাম। তার হাতে ক্রেস্ট তুলে দেন ৩৩ নং ফিরিঙ্গীবাজার ওয়ার্ডের কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব। আজকের প্রথম খলায় প্রতিদ্ব›িদ্বতা করবে ৫নং মোহরা ওয়ার্ড এবং ৩২ নং আন্দরকিল্লা ওয়ার্ড (বিকাল-৩টা), দ্বিতীয় খেলায় অংশ নেবে ৪০ নং উত্তর পতেঙ্গা এবং ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড (বিকাল-৪.৪০টা)।