নওয়াজের সাজায় ৮ সপ্তাহের স্থগিতাদেশ

14

আল আজিজিয়া দুর্নীতি মামলায় পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সাজা আট সপ্তাহ স্থগিত করেছে ইসলামাবাদের উচ্চ আদালত। মঙ্গলবার স্বাস্থ্যগত কারণে এই আদেশ দেওয়া হয়েছে। নওয়াজের পক্ষে জামিনের আবেদন করেন পিএমএল-এন সভাপতি ও তার ভাই শাহবাজ শরিফ।
শুনানি শেষে মঙ্গলবার বিকেলে প্রতিটি ২০ লাখ রুপির দুটি আলাদা বন্ডে নওয়াজের জামিনের আদেশ দেন আদালত। আদেশে জানানো হয়েছে জামিনের মেয়াদ বাড়াতে হলে পাঞ্জাব সরকারের দ্বারস্থ হতে হবে।গত বছরের ডিসেম্বরে আল আজিজিয়া দুর্নীতি মামলায় পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে সাত বছরের কারাদÐ দেওয়া হয়।
স¤প্রতি রক্তের প্লেটলেট কমে গেলে তাকে লাহোরের সার্ভিসেস হাসপাতালে ভর্তি করা হয়। গত সপ্তাহে চৌধুরী সুগার মিলস মামলায় মেডিক্যাল গ্রাউন্ডে লাহোর হাইকোর্ট থেকে জামিন পান নওয়াজ শরিফ।