নওফেলের নৌকার সমর্থনে নির্বাচনী সমাবেশ

77

বহস্পতিবার রাত ৯ টায় দারুল ফজল মার্কেট চত্বরে চট্টগ্রাম দোকান কর্মচারী ফেডারেশনের সভাপতি বখতিয়ার উদ্দিন খান এর সভাপতিত্বে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহামুদ, প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগের সহ-সভাপতি হাবিবুল্ল্যাহ রহমান আকন্দ, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কাজী মাহাবুবুল হক এটলি, বিশেষ অতিথি ছিলেন ডক বন্দর শ্রমিক লীগ ফেডারেশনের এ্যাড. মাহফুজুর রহমান খান। দোকান কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীনর এর সঞ্চালনায় সভায় বক্তাব্য রাখেন চট্টগ্রাম দোকান কর্মচারী ফেডারেশনের যুগ্ম সম্পাদক প্রদীপ বড়–য়া, সাংগঠনিক সম্পাদক এস.এম নুরুল আব্বাস, অর্থ সম্পাদক সাহাব উদ্দিন, দপ্তর সম্পাদক শহীদুল আলম মাহাবুব, তামাকুন্ড লেইন দোকান কর্মচারীর সভাপতি মো. বখতেয়ার, শপিং কমপ্লেক্স দোকান কর্মচারী সমিতির সভাপতি আফাছ উদ্দিন আফসার, রেয়াজউদ্দিন বাজার দোকান কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক এম.এ জিন্না, বিপনী বিতান দোকান কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, তামাকুন্ড লেইন দোকান কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন, শপিং কমপ্লেক্স দোকান কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ মঞ্জু, দোকান কর্মচারী ফেডারেশনের সদস্য মিটু মল্লিক, মিমিসুপার মার্কেট দোকান কর্মচারী লীগ সমিতির মো. মিজান, হকার্স লীগের সাবেক নেতা জাহেদুল হক। সভায় উপস্থিত ছিলেন, মহানগর শ্রমিক লীগের বিপ্লবী সদস্য আবুল হোসেন আবু, কোতোয়ালী থানা শ্রমিক লীগ নেতা তোফাজ্জল হোসেন জিকু, ফুটপাত হকার্স লীগের নুরুল আলম লেদু, হকার্স লীগের সভাপতি নূর আহমদ মন্ডল, সাধারণ সম্পাদক হারুন-উর-রশিদ, সংবাদপত্র হকার্স ফেডারেশেনর সভাপতি সরোয়ার আলম, হকার্স লীগের সাবেক সভাপতি প্রবীন কুমার ঘোষ, দর্জি লীগের সভাপতি কাঞ্চন দাশ, সিটি হকার্স লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, হকার্স লীগ নেতা আকবর আলী খান, আকবরশাহ থানা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রবিউল হোসেন জাহাঙ্গীর, বাংলাদেশ গামেন্টস কংগ্রেস ফেডারেশনের সভাপতি ফাতাউর রহমান, পুরাতন কাপড় ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সভাপতি কামাল উদ্দিন, বাকলিয়া থানা শ্রমিক লীগের নেতা ফখরুল আলম, দেওয়ান বাজার শ্রমিক লীগ নেতা এস.এ হান্নান, বাকলিয়া থানা শ্রমিক নেতা মুক্তিযোদ্ধা আবদুল সামাদ, মো. ইকবাল, টিএন্ডটি শ্রমিক নেতা জয়নুল আবেদীন, মো. আলমগীর, রেস্টুরেন্ট শ্রমিক নেতা আলী আকবর, শ্রমিক নেতা মনির হোসেন দুলাল, জামাল উদ্দিন, মহি উদ্দিন শওকত প্রমুখ। সভায় প্রধান অতিথি বলেন, চট্টগ্রাম-৯ আসনের প্রয়াত নেতা আলহাজ্ব এ.বি.এম মহিউদ্দিন চৌধুরী’র সুযোগ্য সন্তান ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল ভাইকে নৌকা প্রতীকে ভোট প্রদান করার জন্য আহবান জানান। চট্টগ্রামের নন্দিত নেতার উত্তরশুরী ৯ আসনের নৌকার মাঝি ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি আরো বলেন, চট্টগ্রাম মহানগরসহ মোট ১৬টি আসনে মহাজোট প্রার্থী নৌকার মাঝিকে বিজয়ী করার জন্য সর্বস্তবরের দোকানশ্রমিক ঐক্যবদ্ধ হয়ে ঘরে ঘরে ভোট প্রার্থনা করতে হবে। বাংলাদেশের উন্নয়ন অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে। নির্বাচনের পরে দোকান শ্রমিকদের ন্যার্য পাওনা, অবসর ভাতা এবং নিয়োগ পত্র প্রদান করতে হবে। সরকারের মন্ত্রীসভায় দোকান শ্রমিক ও সর্বস্তরের শ্রমিকদের ন্যার্য অধিকার প্রদানে গ্রেজেট ঘোষণা করেছেন। তা বাস্তবায়নে আমরা রাজপথে থাকব। বিজ্ঞপ্তি