ধোনির অনন্য রেকর্ড

37

মুম্বাইয়ের কাছে থ্রিলার ম্যাচে হেরে আইপিএল খেতাব হাতছাড়া হয়েছে। তবে চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ফাইনালের মঞ্চেই গড়ে ফেলেছেন নতুন আইপিএল রেকর্ড। ইন্ডিয়ান প্রিমিয়র লিগের ইতিহাসে অন্যতম সফল অধিনায়ক হিসাবে নিজেকে আগেই প্রতিষ্ঠিত করেছেন মাহি। এবার তিনি পরিণত হলেন আইপিএলের ইতিহাসে সব থেকে সফল উইকেট কিপারেও।
উপ্পলে কুইন্টন ডি’কক ও রোহিত শর্মার ক্যাচ ধরার সঙ্গে সঙ্গেই আইপিএলে সব থেকে বেশি শিকার ধরের রেকর্ড গড়েন ধোনি। তিনি টপকে যান কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক দীনেশ কার্তিককে।
ফাইনালে মুম্বই ইনিংসের ৪.৫ ওভারের মাথায় শার্দুল ঠাকুরের বলে কুইন্টন ডি’ককের ক্যাচ ধরেন ধোনি। পরের ওভারের দ্বিতীয় বলেই (৫.২) দীপক চাহারের বলে রোহিত শর্মার ক্যাচ দস্তানাবন্দি করেন মাহি। রোহিতেক ক্যাচটি ছিল রেকর্ড সূচক। এটি তার আইপিএল কেরিয়ারের ১৩২তম শিকার। এই নিয়ে আইপিএলে মোট ৯৪টি ক্যাচ ধরেন ধোনি। স্ট্যাম্পিং করেছেন ৩৮টি? ক্যাচ ও স্ট্যাম্প মিলিয়ে দীনেশ কার্তিকের আইপিএল শিকারের সংখ্যা ১৩১টি। এই তালিকার তিন নম্বরে রয়েছেন নাইট রাইডার্সের পার্টটাইম উইকেটকিপার রবিন উথাপ্পা। তিনি ক্যাচ ও স্ট্যাম্প মিলিয়ে ৯০টি শিকার ধরেছেন।
বিশেষজ্ঞ উইকেটকিপারদের মধ্যে এই তালিকার প্রথম দশে রয়েছেন পার্থিব প্যাটেল (৮২), নমন ওঝা (৭৫), ঋদ্ধিমান সাহা (৭৪), অ্যাডাম গিলক্রিস্ট (৬৭), কুমার সাঙ্গাকারা (৪৩), ঋষভ পন্ত (৪১)ও কুইন্টন ডি’কক (৩৩)।