ধূমারপাড়া আনন্দ বিহারে বোধিবৃক্ষের বেদী নির্মাণ

48

রাউজান পূর্ব গুজরাস্থ ঐতিহ্যাবহী ধূমারপাড়া আনন্দ বিহারে গত রবিবার ধূমারপাড়া আনন্দ বিহার পরিচালনা কমিটির উদ্যোগে মুক্তিযোদ্ধা, বিহার পরিচালনা কমিটির প্রাক্তন কার্যকরী সভাপতি রবীন্দ্র লাল বড়ুয়ার অর্থায়নে বোধিবৃক্ষের বেদীর নির্মাণ, সৌন্দর্যবর্ধন কার্যক্রম উদ্বোধন ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। কার্যক্রম উদ্বোধনের শুরুতে পরিত্রাণ স‚ত্র পাঠ করা হয় এবং অগ্রসার মেমোরিয়াল সোসাইটি অব বাংলাদেশের মহাসচিব ভদন্ত সুমিত্তানন্দ থের মহোদয় ফলক উন্মোচনের মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে জাতির জনকের প্রতি শ্রদ্ধা নিবেদনসহ দেশ ও জাতীর মঙ্গল কামনায় সমবেত প্রার্থণা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত ভাষন প্রদান করেন বিহার পরিচালনা কমিটির সভাপতি সমীরণ বিকাশ বড়ুয়া। এতে উপস্থিত ছিলেন বিহার অধ্যক্ষ ভদন্ত জ্ঞানেন্দ্রিয় ভিক্ষু বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক উজ্জ্বল কান্তি বড়ুয়া, অর্থ সম্পাদক রুদয়ন বড়ুয়া, যুগ্ম সম্পাদক প্রবারণ বড়ুয়া, সহসম্পাদক অরুন বড়ুয়া, পঞ্চশীল প্রার্থনা করেন সজল বড়ুয়া, নির্মাণ কাজের তদারকিতে কনক বড়ুয়া, আলোক বড়ুয়া, বিটু বড়ুয়া, বাদল বড়ুয়া, সবুজ বড়ুয়া, উত্তম বড়ুয়া, সাগর বড়ুয়া, পাবেল বড়ুয়া প্রমুখ। উপস্থিত সকলে বিহার উন্নয়নে অবদান রাখায় মুক্তিযোদ্ধা রবীন্দ্র লাল বড়ুয়া ও তার পরিবারবর্গের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ও বিহার উন্নয়নে সহায়তা প্রদানপূর্বক অসমাপ্ত কাজ সম্পন্ন করতে গ্রামবাসীর প্রতি আহবান জানান।