ধামাইরহাটে রমজান মাসকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষায় সভা

64

রাঙ্গুনিয়ার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ধামাইরহাট ব্যবসায়ী সমিতির উদ্দ্যোগে রমজান মাসকে ঘিরে বাজারের সার্বিক নিরাপত্তা বিধানে আইন শৃঙ্খলা রক্ষা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় ধামাইরহাট ভি.এইড পাবলিক লাইব্রেরীতে গত ৮ মে বিকালে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফজলুল করিম সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন লালানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর তৌহিদুল ইসলাম কাঞ্চন। বিশেষ অতিথির বক্তব্য দেন খালেকুন নুর শিকদার, দক্ষিণ রাজানগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মুহাম্মাদ জামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন তালুকদার, দক্ষিণ রাজানগর ইউনিয়ন যুবলীগ সভাপতি জাহাঙ্গীর আলম মন্ডল, ব্যবসায়ী সমিতির সদস্য মোহাম্মদ নাছের, মোহাম্মদ জনি, মোহাম্মদ শাহেদুল কবির, মোহাম্মদ আলমগীর হোসেন, সোহেল রানা, সিএনজি-অটোরিকশা সমিতির মোহাম্মদ ফারুক, মোহাম্মদ ভ‚ট্টো, মোহাম্মদ রুবেল প্রমুখ।

চন্দনাইশে ভ্রাম্যমান
আদালতের অভিযান

চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসদরে গত ৭ মে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। এসময় মেয়াদোত্তীর্ণ মালামাল ও নিষিদ্ধ পলিথিন রাখার দায়ে ২ দোকানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিবেদিতা চাকমা এ অভিযানে নেতৃত্ব দেন। স‚ত্র জানায়, অভিযানে মেসার্স কালু মিয়া সওদাগর এন্ড সন্স নামে মুদ দোকানে মেয়াদোত্তীর্ণ মালামাল পাওয়ায় ৫ হাজার টাকা এবং পার্শ্ববর্তী মেসার্স আব্বাস এন্ড ব্রাদার্স নামে অপর একটি স্টেশনারি দোকানে নিষিদ্ধ পলিথিন রাখার দায়ে ১০ হাজার টাকাসহ মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় দোহাজারী মাংসের দোকানে মূল্য তালিকা টাঙানোর নির্দেশ দেয়া হয়। চন্দনাইশ প্রতিনিধি