ধানের শীষে ভোট দিলে শান্তিতে ঘুমাতে পারবেন

60

চট্টগ্রাম-৮ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী আবু সুফিয়ান নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভায় বলেছেন, ‘এই বোয়ালখালী-চান্দগাঁও আসনে অতীতে বিএনপি থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন। তখন মানুষ রাতে শান্তিতে ঘুমাতে পেরেছে। দিনে-দুপুরে তাদের বাড়িঘর কেউ লুট করতে আসেনি। আজ সেই শান্তির জনপদকে সন্ত্রাসের জনপদ কারা বানিয়েছে, তার উত্তর পেতে মানুষ উন্মুখ হয়ে আছে। সন্ত্রাসী-লুটপাটকারীদের কাছ থেকে মুক্তি পাবার জন্য সাধারণ মানুষ অপেক্ষার প্রহর গুণছে। সেজন্য তারা বিএনপিকে চায়। ধানের শীষে ভোট দিলে মানুষ রাতে শান্তিতে ঘুমাতে পারবে, তাদের সহায়-সম্পদ কেউ কেড়ে নেবে না, এটা তারা জানে।’
গতকাল বৃহাস্পতিবার চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে ধানের শীষের পক্ষে নগরীর মোহরা, কাপ্তাই রাস্তার মাথা এলাকা থেকে গণসংযোগ শুরু করে পল্টন বাড়ি, জানালি স্টেশন, নুর মোহাম্মদ সওদাগর বাড়ি, চৌধুরী বাড়ি, রফিক ম্যানশন, ওয়াসা রোড, মৌলভী বাজার হয়ে কামাল বাজার, পাঁচলাইশ ওয়ার্ডের অক্সিজেন মোড়, রউফাবাদ, শহীদ নগর, বেলতল, রূপনগর হয়ে চালিতাতলি বাজার এসে শেষ হয়। সেখানেই পথসভায় এ কথা বলেন তিনি।
এসময় তিনি দলীয় নেতৃবৃন্দকে নিয়ে এলাকার ঘরে ঘরে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন, এলাকার সাধারণ মানুষের সাথে সালাম ও শুভেচ্ছা বিনিময় করেন। নেতাকর্মীরা এলাকার সাধারণ জনগণের মাঝে ধানের শীষে ভোট চেয়ে প্রচারপত্র বিলি করেন।
গণসংযোগে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, সহ সাংগঠনিক সম্পাদক হারুনুর রশীদ ভিপি, নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার মীর মোহম্মদ হেলাল উদ্দীন অংশ নেন। গণসংযোগকালে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সহ-সভাপতি ছৈয়দ আজম উদ্দিন, নাজিম উদ্দিন আহমেদ, ইকবাল চৌধুরী, সিনিয়র যুগ্ম সম্পাদক এস এম সাইফুল আলম, যুগ্ম সম্পাদক ইয়াছিন চৌধুরী লিটন, জাহাঙ্গীর আলম দুলাল, আনোয়ার হোসেন লিপু, নুর মোহাম্মদ, সহ-সাধারণ সম্পাদক শামসুল আলম, জিএম আইয়ুব খান, হামিদ হোসেন, হালিশহর থানা বিএনপির সভাপতি মোশারফ হোসেন ডেপ্টী, নগর বিএনপির সহ-সম্পাদক আব্দুল হালিম স্বপন, মো. ইদ্রিস আলী, ডা. মোহাম্মদ ফরিদ, আবু মুসা, আরিফ মেহেদী, বায়েজীদ থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাদের জসীম, হামিদুল হক মন্নান চেয়ারম্যান, নগর যুবদলের ইকবাল হোসেন, এম এ রাজ্জাক, দক্ষিণ জেলা ছাত্রদলের সভপতি শহিদুল আলম শহীদ, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মঞ্জুর আলম তালুকদার, ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী মোহাম্মদ ইলিয়াস, জানে আলম জিকু, মো. আসলাম, মোশারফ জামাল, সাধারণ সম্পাদক এস এম আবুল কালাম আবু, কামরুল ইসলাম, বিএনপি নেতা মহিবুল ইসলাম রাসেল, মাহবুবুল আলম, মফজল কোম্পানী, মোহাম্মদ ইউসুফ, আবুল বশর, মো. বকতিয়ার, আফসার উদ্দিন, দিদারুল আলম হিরামন, মো. ইকবাল চৌধুরী, ইসমাইল বালী, দোস্ত মোহাম্মদ, জাহাঙ্গীর আলম, আব্দুল হালিম কালু, নুরুল আলম লিটন, সৈয়দুল হক, বেলাল সরদার, নুরু সওদাগর, চান্দমিয়া, যুবদল নেতা তৌহিদুল ইসলাম রাসেল, জমির উদ্দিন মানিক, মহিউদ্দিন জুয়েল, মঞ্জুরুল আলম মঞ্জু, মো. হাসান, আবুল হাসান বাপ্পা, রাশেদ খান টিপু প্রমুখ। বিজ্ঞপ্তি