ধানের ন্যায্যমূল্য জেলা প্রশাসককে উত্তর জেলা কৃষক দলের স্মারকলিপি

42

কৃষক উৎপাদিত ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করার লক্ষ্যে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান কেনার দাবিতে কেন্দ্রীয় কৃষক দল ঘোষিত কর্মসূচির আলোকে জাতীয়তাবাদী কৃষক দল, চট্টগ্রাম উত্তর জেলা গতকাল সকাল ১১টায় চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াছ হোসেনের নিকট স্মারকলিপি প্রদান করেন। এ সময় নেতৃবৃন্দ মধ্যস্বত্ত¡ ও সুবিধাভোগীদের কাছ থেকে ধান ক্রয় না করে কৃষকদের কাছ থেকে সরাসরি ধান কিনে ন্যায্য মূল্য নিশ্চিত করা ও মধ্যস্বত্ত¡ভোগী সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধ করার জন্য জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের প্রতি জোর দাবি জানান। স্মারকলিপি প্রদানকালে নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কৃষক দল চট্টগ্রাম বিভাগ সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক এম এ হালিম, চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের সভাপতি ইসহাক কাদের চৌধুরী, সাধারণ সম্পাদক অধ্যাপক আতিকুল ইসলাম লতিফী, কাজী সালাউদ্দিন, কৃষক দল কেন্দ্রীয় কমিটির সদস্য গাজী আলাউদ্দিন, জেলার সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন, কৃষক দল নেতা সর্বজনাব কমল কদর, গোলাম রব্বানী চৌধুরী মানিক, এড. নাছিমা আক্তার, এড. আবু সাঈদ, এড. আইনুল কামাল, এড. নাছির উদ্দিন, দৌলত হোসেন, মফিজ উদ্দীন, গিয়াস উদ্দিন, বদিউল আলম বদরুল, আনিস আক্তার টিটু, মামুনুর রশিদ, নূর উদ্দিন, মো. শামীম, কামাল উদ্দিন, আবুল হাসেম সহ প্রমুখ। বিজ্ঞপ্তি