ধানের দেশে গানের পাখি

90

ধানের দেশে গানের পাখি খুব সকালে জাগে
মিষ্টি সুরে গান গেয়ে যায় বসে ফুলের বাগে।
সূর্যের আলোয় ফুলকলিরা মনের সুখে ফোটে
প্রজাপতি মেলে ডানা ফুলের কাছে ছোটে।

ঘাসের বুকে শিশির কণা সোনা হয়ে জ্বলে
পাতার ফাঁকে টুনটুনিটা লাফিয়ে লাফিয়ে চলে।
ক্ষেত-খামারে হরেক ফসল দুলতে থাকে বায়ে
বিন্নি চালের পায়েস খেতে ডাকতে থাকে মায়ে।

নদীর বুকে নৌকা চলে বাদামী পাল তুলে
রাখাল ছেলে বাজায় বাঁশি বসে বটের মূলে।
জ্যোস্না রাতে বাউলা গানে মনটা নেচে ওঠে
হুতোম প্যাঁচা ঝোঁপে ঝাড়ে শিকার ধরতে ছোটে।

বন বনানী গাছের সারি মনটা উদাস করে
ইচ্ছে করে হারিয়ে যাই গাঁয়ের পথটি ধরে।
হাজার রূপের গল্প কথায় আমার জন্মভূমি
এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি।