ধর্ষণ ও ইভটিজিংয়ের বিরুদ্ধে চকবাজারে ছাত্রলীগের মানববন্ধন

62

ধর্ষণ, ছাত্রী নির্যাতন ও ইভটিজিং এর বিরুদ্ধে চকবাজার থানা ও ওয়ার্ড আওতাধীন স্কুল, কলেজ ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে নগরীর গণি বেকারী চত্বর থেকে বিক্ষোভ মিছিল করে এবং মিছিল শেষে চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সম্প্রতি আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন চকবাজার ওয়ার্ড ছাত্রলীগের ছাত্র-প্রতিনিধি আবদুল্লাহ আল সাঈদ এবং সঞ্চালনা করেন মিজানুর রহমান। ৮ দফা দাবী নিয়ে বক্তব্য রাখেন মঈন খান। এতে আরো বক্তব্য রাখেন তৌফিকুল আলম, আরাফাত, হৃদয়, আলভী, ইফতি, তুহিন, তানজিম ইকরাম, আনাছ, আরিয়ান, শেখ রিয়াদ, মাহতাব, জিসান, মাহিম, শরীফ। উক্ত মানববন্ধনে আলবদুল্লাহ আল সাঈদ বলেন, বর্তমান সমাজে ধর্ষণকারী হচ্ছে উক্ত সমাজের কীট। তারা দেশ ও জাতির জন্য কলংক।
তাদের না রুখলে এর আকার ভয়াবহ রুপে পরিণত হবে। প্রশাসনের কাছে আমাদের জোর দাবী সকল ধর্ষণকারীকে যে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হয়। বিজ্ঞপ্তি