ধর্মীয় প্রতিষ্ঠান স্থাপিত হয় শান্তির বার্তা ছড়াতে : কুজেন্দ্র লাল

60

ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেছেন, ধর্ম মানুষের কল্যাণের জন্য। ধর্মীয় প্রতিষ্ঠানসমূহ স্থাপিত হয় শান্তির বার্তা ছড়াতে। খাগড়াছড়ি অসা¤প্রদায়িক চেতনার লীলাভূমি। এখানে সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান রয়েছে। অদুল-অনিতা ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় নির্মিত মন্দিরটি সনাতন ধর্মাবলম্বীদের শান্তির বাণী পৌঁছে দেবে। তিনি বলেন, সমাজসেবী অদুল চৌধুরী ও তার সহধর্মিনী অনিতা চৌধুরীর বদান্যতায় দৃষ্টিনন্দন মন্দিরটি নির্মাণের মধ্যদিয়ে তারা প্রমাণ করেছেন ধর্মচর্চার মাধ্যমে মানুষ বিশৃঙ্খল পরিস্থিতি থেকে মুক্তি পেতে পারে। তিনি গত ২১ জানুয়ারি পার্বত্য জেলা খাগড়াছড়ি সদরের চেলাছড়া পাড়ায় নবনির্মিত শ্রীশ্রী ল²ী নারায়ণ মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মঙ্গলপ্রদীপ প্রজ্বালনের মধ্যদিয়ে নবনির্মিত মন্দিরের উদ্বোধন করেন মন্দিরের প্রতিষ্ঠাতা শিক্ষানুরাগী সমাজসেবী অদুল কান্তি চৌধুরী ও অদুল-অনিতা ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ধর্মানুরাগী অনিতা চৌধুরী। জ্যোস্না কান্তি ত্রিপুরার সভাপতিত্বে ও জয়প্রকাশ ত্রিপুরার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত লেখক ও গবেষক প্রভাংশু ত্রিপুরা, চট্টগ্রাম বিশ্ববিদ্যায় সংস্কৃত বিভাগের অধ্যাপক কুশল বরণ চক্রবর্তী, সমাজসেবক প্রদীপ দাশ, শিক্ষক প্রবীর চৌধুরী, অরবিন্দু মহাজন, দেবাশীষ আচার্য্য, রানু মজুমদার, রনিক ত্রিপুরা, তপন বিকাশ ত্রিপুরা, অর্পণ বিকাশ ত্রিপুরা প্রমুখ। অনুষ্ঠানে পার্বত্য জেলার অসহায় ও দুস্থ মানুষের মাঝে প্রায় ২ হাজার শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। এছাড়া দু’দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনমালার মধ্যে ছিল- আলোচনা সভা, বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ, গীতাপাঠ, গীতাযজ্ঞ, শীতবস্ত্র (কম্বল) বিতরণ, অন্নপ্রসাদ বিতরণ। বিজ্ঞপ্তি