ধর্মপুর সমিতি-চট্টগ্রামের দরিদ্রের ত্রাণ বিতরণ

21

চট্টগ্রাম সিটি বসবাসরত সাতকানিয়া উপজেলা ধর্মপুর ইউনিয়নের বাসিন্দা সামাজিক সংগঠন ধর্মপুর সমিতি-চট্টগ্রামের উদ্যোগে গত ২৮ জুন মহুরীপাড়াস্থ বৈশ্বিক মহামারী করোনা পরিস্থিতি মোকাবিলা করার লক্ষ্যে ৯৫ টি দুঃস্থ পরিবারকে ত্রাণ-সামগ্রী বিতরণ করেন সংগঠনের সাধারণ সম্পাদক সালাহউদ্দিন লিটন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম-সাধারণ সম্পাদক আহমেদ কবির, আবদুর শুক্কুর, আসাদ উল্লাহ, শাহজাহান, আবু তালেব, নাজিম, বাসু দেব নাথ, রঞ্জন মল্লিক, মৌলানা আজিজুল হক, আবদুস শক্কুর, যুবলীগনেতা রমজান আলী, রোকন উদ্দীন চৌধুরী, রানী শল্ক দাশ প্রমুখ। বক্তরা বলেন, দেশে যে কোন গ্রামের মহামারিতে আক্রান্ত হওয়া বা উপক্রম এলাকা সমূহকে সাহায্য করতে বিত্তবানদের এগিয়ে আসতে হবে। ১০০টি হত-দরিদ্র পরিবারের মাঝে খাদ্য বিতরণ করা হয়।
উল্লেখ্য গত বছর বন্যায় আনুমানিক ৩০০ পরিবারের মাঝে সহায়তা দেওয়া হয়। বক্তারা আরো বলেন, সচেতন বিত্তবান সমাজ ঐক্যবদ্ধ হলে যেকোন উন্নয়নমূলক-কর্মকান্ড করা সম্ভব এবং সমাজের সমৃদ্ধির উন্নয়নে যুব সমাজকে এগিয়ে আসার আহব্বান জানান। বিজ্ঞপ্তি