ধর্মপুর সমিতি চট্টগ্রামের ঈদ পুনর্মিলনী

35

চট্টগ্রাম শহরে বসবাসরত সাতকানিয়া উপজেলা ধর্মপুর সমিতি চট্টগ্রামের উদ্যোগে গত ১৬ আগস্ট ধর্মপুরস্থ ড. অলি আহমদ উচ্চ বিদ্যালয়ের হল রুমে সংগঠনের সভাপতি হাজি নুরুল কবির সভাপতিত্বে সাধারণ সম্পাদক সালাহউদ্দিন লিটন সঞ্চালনায় মতবিনিময় ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অথিতি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ এম এ ছফা চৌধুরীর। প্রধান আলোচক ছিলেন কালাপোল আলিয়া মাদ্রাসায় উপাধ্যক্ষ মৌলানা ওসমান গণি রেজভী। বক্তব্য রাখেন আবু তৈয়ব, শেখ আবদুর নুর, কামাল উদ্দীন চৌধুরীর, সাইফুদ্দিন টিপু, ডা: ফারুক, আবদুস সবুর ভূঁইয়া, আহমদ কবির, জয়নাল আবেদিন, রশিদ আহমদ, মো ফোরকান, এম.আর.কে চৌধুরী আবিদ, মো: ইমতিয়াজ চৌধুরী, মো: রবিউল হাসান রাহাত, ফোরকান আহমেদ।
উপস্থিত ছিলেন ফখরুল ইসলাম, মাহমুদুল হক, মো: ইউনুচ, রফিক আহমদ ভূঁইয়া, আতিকুল হাসান, এখলাসুর রহমান, তোফায়েল আহমদ, মো: সোলাইমান, জেবুল হোসেন লেডু, মো: ফরহাদ, মো: মারুফ, মো: ইকবাল, গিয়াস উদ্দিন, মো: শামসু, মান্না, আবু সাইফ শামীম, শাহরিয়ার হাসান, আরমান আক্তার, রিয়াদ হোসেন প্রমুখ।
বক্তরা বলেন প্রতিটি গ্রামের ছেলে-মেয়েদের কাছে সামাজিক কিছু দায়-দায়িত্ব থাকে। সেই দায়িত্বগুলো পূরণ করতে হলে যোগ্যতা অর্জন করা প্রয়োজন। সামাজিক কাজের মাধ্যমে তা অর্জন করা সম্ভব। বর্তমানে তথ্য-প্রযুক্তির উৎকর্ষ সাধনে দেশ এগিয়ে যাচ্ছে। তাই আর্ত-সামাজিক উন্নয়নে নিজেকে নিয়োজিত করার মাধ্যমে আদর্শ সমাজ গঠন করা যায়। সমাজে শিক্ষিক বিত্তবান লোকরা স্ব উদ্যোগে যদি গরীর অসহায় মানুষের পাশে দাঁড়ায় তাহলে সমাজ স্বনির্ভরশীল হতে পারে।