দ. আফ্রিকায় জিতলো বাংলাদেশের মেয়েরা

94

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে মেয়েদের ইমার্জিং সিরিজে সমতা ফেরালো বাংলাদেশ। বৃহস্পতিবার দ্বিতীয় ওয়ানডেতে ৪ উইকেটে জিতে তিন ম্যাচের সিরিজ বাঁচিয়ে রাখলো তারা। আগামী রবিবার হবে সিরিজ নির্ধারণী লড়াই।
টপ ও মিডল অর্ডারের দৃঢ় ব্যাটিংয়ে ৮ বল হাতে থাকতে ২৩৯ রানের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকা টস জিতে প্রথমে ব্যাট করতে নামে, স্কোরবোর্ডে তারা ৯ উইকেটে জমা করে ২৩৮ রান।
প্রোটিয়াদের ব্যাটিং লাইনে ধস নামাতে সবচেয়ে বড় অবদান ছিল খাদিজা তুল কুবরার, ১০ ওভারে ৪২ রান খরচায় ৪ উইকেট নেন তিনি। রিতু মনি পান দুটি উইকেট।
আগের ম্যাচে ৪৭ রানে হারা বাংলাদেশ শুরুতেই উইকেট হারায়। শারমিন সুলতানা (০) ও নুজহাত তাসনিয়ার (৮) বিদায়ের পর ছোটখাটো কয়েকটি ইনিংসে জয় পায় সফরকারীরা।
ওপেনার মুর্শিদা খাতুন ইনিংস সেরা ৪৮ রান করেন। রিতু করেন ৪২ রান এবং চার নম্বরে ব্যাট করতে নামা শায়লা শারমিন ৩১ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। নিগার সুলতানা ও সোবহানা মোস্তারি অপরাজিত থেকে দলকে জেতান। দুজনেই ২৯ রানে অপরাজিত ছিলেন।
সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা মহিলা ইমার্জিং দল: ৫০ ওভারে ২৩৮/৯ (রবিন ৯৬, তাজমিন ৪৫, ত্রিশা ৫৬, নন্দুমিসো ১, লারা ৭, ডি ক্লার্ক ০, সিনালো ৫, অ্যানি ৩, তামি ১, খাকা ৫*, এমলাবা ৩*; আজমিন ০/৪১, রিতু ২/৫১, নাহিদা ১/৪১, ফাহিমা ০/৩০, খাদিজা ৪/৪২, শায়লা ০/২৭)
বাংলাদেশ মহিলা ইমার্জিং দল: ৪৮.৪ ওভারে ২৪০/৬ (নিগার ০, মুর্শিদা ৪৮, নুজহাত ৮, শায়লা ৩১, রিতু ৪২, ফাহিমা ২০, শারমিন ২৯*, মুশতারি ২৯*; তামি ১/৪৯, এমলাবা ০/৩০, অ্যানি ১/৫৩, খাকা ১/৩০, নন্দুমিসো ০/৩৪, ডি ক্লার্ক ১/৩৪)
ফল: বাংলাদেশ মহিলা ইমার্জিং দল ৪ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: খাদিজা তুল কুবরা