দ্যা ইউনিভার্সাল কোরআন একাডেমির মেহেদী উৎসব

37

বাংলাদেশের প্রথম ইসলামিক ইউথ লিডারশীপ ট্রেনিং সেন্টার -দ্যা ইউনিভার্সাল কোরআন একাডেমি (তুক্বা)’র ব্যবস্থাপনায় ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে পথশিশুদের বস্ত্র বিতরণ ও মেহেদী উৎসব গত ২ জুন বিকেলে মুরাদপুরস্থ একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। ১ম অধিবেশনের প্রধান অতিথি ৮নং শুলকবহর ওয়ার্ড কাউন্সিলর মোরশেদ আলম বলেন, তুক্বার মাধ্যমে সুবিধাবঞ্চিত পথশিশুদের বস্ত্র বিতরণ করে সকল আনন্দ তাদের মাঝে ছড়িয়ে দেওয়া অবশ্যই প্রশংসনীয় কাজ। পাশাপাশি তাদেরকে ফ্রি শিক্ষা ক্যাম্প করে শিক্ষা দেওয়ার ব্যবস্থা গ্রহণ করতে হবে। তিনি বলেন আমিও সুবিধাবঞ্চিত শিশুদের প্রতি আন্তরিক এবং তাদের জন্য কাজ করি। এতে সভাপতিত্ব করেন চবি কৃতি শিক্ষার্থী এবং তুক্বা’র উদ্যোক্তা সদস্য জোবেদা খানম। ২য় অধিবেশনের প্রধান অতিথি চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আখতার উদ্দিন মাহমুদ পারভেজ বলেন, আমরা কোরআন পড়ি কিন্তু তা মোতাবেক কুরআন অনুকরণ করি না। কুরআনে মানবতার কথা উল্লেখ রয়েছে। সুতরাং মানবতার কাজে নিয়োজিত থাকলে সমাজের সকল বিত্তশালীদের এগিয়ে আসলে আমাদের দেশের দৃশ্য পরিবর্তন করা সম্ভব। তিনি আরো বলেন, সুবিধাবঞ্চিত পথশিশুদের আমার ফাউন্ডেশন হতে লেখা পড়ার ব্যবস্থা গ্রহণ করা হবে। রাষ্ট্রের পাশাপাশি সামাজিক উদ্যোগে পথশিশুদের মাঝে খুশি ছড়িয়ে দিতে হবে। তুক্বা’র উদ্যোক্তা সদস্য হাফেজ মাওলানা তারেকুল ইসলামের সভাপতিত্বে এস.এম আনোয়ার হোসেব এর সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন বিশিষ্ট সমাজ সেবক মুহাম্মাদ ইমরান হোসেন, মাও. কাজী তৌহিদুল আলম। বিশেষ অতিথি ছিলেন এডভোকেট বাদশা আলম, মুহাম্মাদ ওসমান গনি, এনামুল হক সিদ্দিকী ও মোহাম্মদ নাসির উদ্দিন। প্রধান বক্তা ছিলেন তুক্বা’র সদস্য মুহাম্মদ মোজাম্মেল রেজা আজিজি। উপস্থিত ছিলেন নুরুল আমিন, রিফাতুল আলম চৌধুরী, আফরোজা আফরিন, আশরাফ আল ফারাবী, হাবিবুল্লাহ আল রাজি, শেখ ফরিদ, ফওজি মরিয়ম আরোহি, নুসরাত তামান্না রামজি, সাদিয়া জান্নাত প্রমুখ। প্রসঙ্গতঃ দ্যা ইউনিভার্সাল কোরআন একাডেমি “তুক্বা” প্রতিষ্ঠালগ্ন থেকে ইসলামিক যুব নেতৃত্ব প্রশিক্ষণের পাশাপাশি নানা সামাজিক কর্মসূচি নিয়মিতভাবে পরিচালনা করে আসছে। তার ধারাবাহিকতা রক্ষায় সুবিধাবঞ্চিত পথশিশুদের নিয়ে ইফতার ঈদবস্ত্র বিতরণসহ মানবতার কাজে তুক্বা’কে নিয়োজিত রাখতে প্রচেষ্টা আমাদের। বিজ্ঞপ্তি