দ্বীনের খেদমতে নিয়োজিত ছিলেন মাওলানা রমিজ

56

পতেঙ্গা ইসলামিয়া ফাজিল(ডিগ্রি) মাদ্রাসার প্রাক্তন শিক্ষক মাওলানা রমিজ আহমদ (রহ.) স্মরণে মাদ্রাসা অডিটোরিয়ামে মাদ্রাসার উপাধ্যক্ষ ড. মাওলানা আব্দুল মোতালেব এর সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল গত ২৭ জানুয়ারি অনুষ্ঠিত হয়। দাখিল ’১২ ব্যাচ এর আয়োজনে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সহ সভাপতি মাওলানা হোসাইন আহমদ, প্রধান বক্তা ছিলেন বাংলা বিভাগের অধ্যাপক মাহমুদুল হাসান। মুহাম্মদ জুনায়েদুল বারীর সঞ্চালনায় উদ্বোধনী বক্তব্য রাখেন আরবী বিভাগের সহকারী শিক্ষক অধ্যাপক মাওলানা জাকির হোসাইন। বিশেষ আলোচক ছিলেন সিনিয়র শিক্ষক এস.এম নুরুল আমিন, বেলাল আনছারী, এম এ রউফ, মাওলানা মামুনুর রশিদ ও ইসলামের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মুসলিম মিয়া। প্রধান অতিথির বক্তব্যে মাওলানা হোসাইন আহমদ বলেন, মাওলানা রমিজের সাথে আমার ঘনিষ্টতা ছিলো, আমরা সহপাঠী ছিলাম। তিনি যে শিক্ষাটা আমাদের জন্য রেখে গেলেন তা হলো ন¤্রতা। প্রধান বক্তা মাহমুদুল হাসান বলেন, তিনি নাড়ির টানকে ধরে রাখতে চেয়েছিলেন।
ড. মাওলানা আবদুল মোতালেব মাওলানা রমিজ এর আত্মার শান্তি কামনা করে বলেন, মাওলানা রমিজ আহমদ ছিলেন সর্বদা দ্বীনের খেদমতে নিয়োজিত। তিনি এমন ব্যাক্তিত্বের অধিকারী ছিলেন যিনি বয়সে প্রবীণ হলেও চিন্তা চেতনায় ছিলেন নবীন। উপস্থিত ছিলেন দাখিল’১২ ব্যাচ এর ছাত্র নওশাদ মাহমুদ জাফরুল্লাহ, রিয়াদ হোসাইন, ইমরান হোসেন, আরিফুল ইসলাম সিদ্দিকী, ইমরুল হাসান, মাজহারুল ইসলাম, জাহেদ হাসান প্রমুখ। মাওলানা রমিজ আহমদ (রহ.) জীবন ও কর্ম শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন একে এম ওমর ফারুক। বিজ্ঞপ্তি