দ্বীনের অন্যতম ভিত্তি পাঁচ ওয়াক্ত সালাত আদায়

84

চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়া আসনের সাংসদ ও শীর্ষ স্থানীয় এনজিও সংস্থা আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি বলেন, পৃথিবীর সর্বাপেক্ষা উত্তম স্থান মসজিদ। মসজিদে নববীতে বসেই মহানবী (সা.) ইবাদত বন্দেগীর পাশাপাশি, জ্ঞানচর্চাসহ মদিনা সনদের ভিত্তিতে নবগঠিত মদিনা রাষ্ট্রের যাবতীয় কাজের আঞ্জাম দিয়েছিলেন। সুতরাং দ্বীনের অন্যতম ভিত্তি পাঁচ ওয়াক্ত সালাত আদায়ের পাশাপাশি অন্যান্য কার্যাবলী সম্পাদনেও মসজিদের ভূমিকা প্রাসঙ্গিক ও অনস্বীকার্য।
মসজিদের সাথে মুসলমানদের দৈনন্দিন জীবন ওৎপ্রোতভাবে জড়িত। এটি মুসলমানের মিলনমেলা, যেখানে তারা প্রতিদিন পাঁচবার মিলিত হয়ে রবের সাথে সম্পর্ক স্থাপনের পাশাপাশি তাদের পারস্পরিক খোঁজ-খবর রাখে এবং ভ্রাতৃত্বের বন্ধন গড়ে তোলে। ফলশ্রæতিতে তাদের পারস্পরিক সহযোগিতা ও ভালবাসার আবেশ ছড়িয়ে পড়ে সমাজে এবং গড়ে উঠে একটি সুশীল সমাজ।
তিনি বলেন, ইমাম খতিবরা কোরআন হাদিসের আলোকে বিভিন্ন মাসআলা বর্ণনার পাশাপাশি সন্ত্রাস, নৈরাজ্য, জঙ্গিবাদ এবং মাদকাসক্তির কূফলের বিরুদ্ধে জোরালো ভূমিকা রাখলে সমাজ বহুলাংশে এগিয়ে যাবে। তিনি গতকাল শুক্রবার আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে নির্মিত সাতকানিয়া উপজেলার দক্ষিণ কাঞ্চনা ফুলতলা বাজার জামে মসজিদ (মসজিদে আয়েশা আলী আব্দুল্লাহ আল নিরা রহ.) এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত মুসল্লীদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি জাফর আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল আবছার চৌধুরী, দাতা সংস্থার প্রতিনিধি মাওলানা মোহাম্মদ সানাউল্লাহ, মাওলানা মোহাম্মদ জাকরিয়া, কাঞ্চনা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোখলেস উদ্দিন জাকের, কাঞ্চনা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ সালাম, সাতকানিয়া প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ মাহফুজুন্নবী খোকন, বিশিষ্ট সমাজ সেবক আনোয়ার হাবিব হেলাল, উপজেলা যুবলীগের সদস্য মিজানুর রহমান মারুফ, মসজিদ কমিটির সেক্রেটারি নুরুল আবছার, দাতা সদস্য জসিম উদ্দিন, মোহাম্মদ বাবুল, আওয়ামীলীগ নেতা মোহাম্মদ আলম, মাননীয় সাংসদের সহকারী একান্ত সচিব সাহাদত হোসাইন শাহেদ, যুবলীগ নেতা দেলোয়ার হোসেন বেলাল, ছাত্রলীগ নেতা মোহাম্মদ ইদ্রিস, ইউপি সদস্য আব্দুল মান্নান, শহীদুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি