দেয়াল ভাঙার দিন

44

কোন কোন সময় কেউ কেউ
চারপাশের দেয়াল ভেঙে বেরিয়ে আসতে চায়।
ঘরের দেয়ালগুলোকেও ভারি মনে হয়
কোন কোন সময়। কেউ কেউ টাক্কা দেয়,
ছটফট করে বেরিয়ে আসার জন্য।
বস্তুত- কোন কোন সময় সকল মানুষ
চায় বেরিয়ে আসতে …..

প্রকৃতার্থে দেয়ালগুলো সব সময়
ঘিরে রাখে আমাদেরকে। আর আমরা
কখনো কখনো তা ভাঙতে চাই।
কখনো কিছু দেয়াল ভাঙে,
আর কিছু থেকে যায় বহাল তবিয়তে।
তারপর দেয়ালের পর দেয়াল
ঘিরে ধরে আমাদের। আর আমরা
আকুলি বিকুলি করি দেয়ালের স্ত‚প থেকে
মুক্তি পাবার জন্য।

আমাদের দেয়াল ভাঙার লড়াই
চলতেই থাকে। কখনো কখনো
তা দৃশ্যমান। আর কখনো লুকোনো।
দেয়ালের সারি জমা হয় প্রতিদিন,
আমরা দেয়াল ভাঙতে থাকি প্রতিদিন,
তাই আমাদের প্রতিদিন হয়ে ওঠে
দেয়াল ভাঙার দিন ….