দেশের সমাজ পরিবর্তনে ও উন্নয়নে প্রবীণদের যথেষ্ট ভূমিকা রয়েছে

104

প্রবীণরা দেশের বোঝা নয়, তাদের সম্পদ হিসেবে গণ্য করতে হবে। দেশের সমাজ পরিবর্তনে এবং উন্নয়নে প্রবীণদের যথেষ্ট ভূমিকা রয়েছে। প্রবীণরা কখনো বৃদ্ধ নয়, মানসিক দিক দিয়ে অনেক সক্ষম, দেশ গঠনে তাদের সহযোগিতাও প্রয়োজন। নারী পুরুষ বিভাজন নয়, মানব মর্যদায় সমাসীন করতে হবে। সমৃদ্ধি কর্মসূচি এমন এক কর্মসূচি যা সমাজের শিশু থেকে শুরু করে প্রবীণ জনগোষ্ঠি পর্যন্ত এ কর্মসূচির সেবা গ্রহণ করতে পারে। এমনকি মৃত্যুর পর দাফন-কাফন সেবা পর্যন্ত এ কর্মসূচির আওতায় রয়েছে। গত ৪ ফেব্রুয়ারি ঘাসফুলের আয়োজনে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় হাটহাজারী উপজেলার উত্তর মেখল ইউনিয়নে বায়তুল লেক্কা জামে মসজিদ প্রাঙ্গণে প্রবীণ মেলা উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পিকেএসএফ’র চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদ এসব কথা বলেন। এতে সভপতিত্ব করেন ঘাসফুল নির্বাহী কমিটির সভাপতি ড. মনজুর-উল-আমিন চৌধুরী। মেখল ইউনিয়নে ঘাসফুল বাস্তবায়নাধীন প্রবীণ জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় এ মেলার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ঘাসফুলের প্রাধান নির্বাহী কর্মকর্তা আফতাবুর রহমান জাফরী। অনুভূতি প্রকাশ করে বক্তব্য প্রদান করেন প্রবীণ ভাতা প্রাপ্ত উপকারভোগী মো. রফিক উদ্দিন বাবু। সম্মানীয় অতিথি ছিলেন সাবেক মূখ্যসচিব ও পিকেএসএফ’র ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল করিম। বিশেষ অতিথি ছিলেন পিকেএসএফ’র উপ-ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জসীম উদ্দিন, মো. ফজলুল কাদের, হাটহাজারী উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুল আলম চৌধুরী ও মেখল ইউপি চেয়ারম্যান মো. সালাহউদ্দীন। অনুষ্ঠানে শতবর্ষী একজন নারী আজব খাতুনকে সিনিয়র সিটিজেন সম্মাননা এবং প্রবীণভাতা প্রদান করা হয়। এছাড়াও ১০০ জন প্রবীণকে [জঞঋ নড়ড়শসধৎশ ংঃধৎঃ: }থএড়ইধপশ[জঞঋ নড়ড়শসধৎশ বহফ: }থএড়ইধপশপ্রবীণ ভাতা, একজনকে অসচ্ছল প্রবীণ ভাতা, ৬০ জনকে লাঠি, ছাতা ও কমোড চেয়ার, ৬১ জনকে চশমা, দুইজনকে হুইল চেয়ার, ৫জনকে প্রবীণ সম্মাননা এবং জনপ্রতি আড়াই হাজার টাকা, সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানের শেষ আমন্ত্রিত অতিথিদেরকে নিয়ে ঘাসফুল চঅঈঊ প্রকল্পের স্টল এবং এ প্রকল্পের আওতায় মেলার কাছে বারহি খেজুর, উচ্চ ফলনশীল নারিকেল ও ড্রাগন ফলের বাগান পরিদর্শন করেন।