দেশের প্রথম অধিনায়ক শামীম কবিরকে শেষ শ্রদ্ধা

30

গত সোমবার বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম অধিনায়ক শামীম কবির ধানমন্ডির ইডেন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ক্রিকেট অঙ্গন শেষ শ্রদ্ধা জানালো তাকে। বিসিবি একাডেমি প্রাঙ্গণে বৃহস্পতিবার সকাল ১১টায় শামীম কবিরের জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজায় বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ), বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম), দৈনিক সংবাদ ও বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বিএসজেএ) পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। এর আগে শামীম কবিরের স্মরণে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ম্যাচটিতে ক্রিকেটাররা কালো আর্মব্যান্ড পরে খেলেছে নেমেছিলেন।
শামীম কবিরের জানাজায় উপস্থিত ছিলেন তাদের উত্তরসূরি অনেক ক্রিকেটার। ছিলেন রকিবুল হাসান, শফিকুল হক হীরা, গাজী আশরাফ হোসেন লিপু, মিনহাজুল আবেদিন নান্নু, আকরাম খান ও নাইমুর রহমান দুর্জয়। সাবেক সাধারণ সম্পাদক রাইসউদ্দিন আহমেদ, তানভীর মাজহার তান্না ও সৈয়দ আশরাফুল হকও এসেছিলেন দেশের প্রথম অধিনায়ককে শ্রদ্ধা জানাতে।