দেশের জার্সিতে সর্বোচ্চ ম্যাচ মুশফিকের

23

মাশরাফি বিন মোর্ত্তজাকে টপকে দেশের জার্সিতে সর্বোচ্চ ম্যাচ খেলার মালিক হলেন মুশফিকুর রহিম। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে একাদশে থাকার মধ্যদিয়ে মুশফিক বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ওয়ানডে ম্যাচ খেলার রেকর্ড গড়লেন। মাশরাফি দেশের জার্সিতে খেলেছেন ২১৫ ম্যাচ। এই ম্যাচের মধ্যদিয়ে মুশফিকের নামের পাশে জমা হলো ২১৬ ম্যাচ।
বাংলাদেশের জার্সিতে তৃতীয় সর্বোচ্চ ম্যাচের মালিক সাকিব। বিশ্বসেরা এই অলরাউন্ডার খেলেছেন ২০৬ ম্যাচ, চারে থাকা তামিম খেলছেন ২০৪তম ম্যাচে আর পাঁচে থাকা মাহমুদউল্লাহ রিয়াদের ম্যাচ সংখ্যা ১৮৫।
শ্রীলঙ্কায় তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ব্যাট হাতে নেমে ওয়ানডে ক্যারিয়ারের ২০০তম ইনিংসে ব্যাট করেন মুশফিকুর রহিম। দ্বিতীয় ম্যাচের আগে মিস্টার ডিপেন্ডেবল খ্যাত টাইগারদের এই মিডলঅর্ডার ৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন।