দেশের ক্রান্তিকালে ভাসানীর মতো নেতার বেশী প্রয়োজন

101

ভাসানী অনুসারী পরিষদের চেয়ারম্যান ডাঃ জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, কৃষক- শ্রমিক- মেহনতি মানুষের অকৃত্রিম বন্ধু ছিলেন মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানী। দেশের ক্রান্তিকালে ভাসানীর মতো নেতার বেশী প্রয়োজন। তিনি বলেন, আফ্রো-এশিয়া-ল্যাটিন আমেরিকার নির্যাতিত, নিপীড়িত এবং গণ মানুষের নেতা ছিলেন মাওলানা আবদুল হামিদ খান ভাসানী। তিনি আজীবন শোষিত, বঞ্চিত এবং গণমানুষের কল্যাণে সংগ্রাম করে গেছেন। আমাদের মহান স্বাধীনতা সংগ্রামেও মাওলানা ভাসানীর অবদান অবিশ্বরনীয়। তিনি গত ১ ডিসেম্বর রবিবার বিকালে মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভাসানী অনুসারী পরিষদ চট্টগ্রাম শাখার উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভাসানী অনুসারী পরিষদ চট্টগ্রাম শাখার আহবায়ক এডভোকেট কবির চৌধুরীর। এতে প্রধান বক্তা ছিলেন, ভাসানী অনুসারী পরিষদ কেন্দ্রিয় কমিটির মহাসচিব, প্রখ্যাত রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা জননেতা শেখ রফিকুল ইসলাম বাবলু। ভাসানী অনুসারী পরিষদ চট্টগ্রাম শাখার সদস্য সচিব মোজাম্মেল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, ওয়ার্ড এসোসিয়েশন অব প্রেস কাউন্সিলের সার্বেক নির্বাহী সদস্য ও প্রবীন সাংবাদিক মঈনুদ্দিন কাদেরী শওকত। বক্তব্য রাখেন পরিষদ নেতা, মোজাম্মেল হক, মো: জসিম উদ্দিন, কাশেম শরীফি, আঁখি সুলতানা প্রমুখ নেতৃবৃন্দ। আলোচনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে ভাসানী অনুসারী পরিষদ চেয়ারম্যান ডাঃ জাফরুল্লাহ চৌধুরী আরো বলেন, আমাদের প্রতিবেশী দেশ ভারত সবসময় আমাদেরকে অবহেলা করে। দেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত না হওয়ায় মানুষ প্রতিনিয়ত অধিকার বঞ্চিত হচ্ছে। তাই গণমানুষের অধিকার সুরক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য তিনি উদাক্ত আহবান জানান। প্রধান বক্তা ভাসানী অনুসারী পরিষদের কেন্দ্রিয় কমিটির মহাসচিব, বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, ৫৪টি নদীর পানির হিস্যা না ফেলে আমরা ফেনী নদীর পানি কাউকে দেব না। এই জন্য প্রয়োজনে আন্দোলন করবো, ফেনী নদীর অভিমুখে লং মার্চ করব। তিনি বলেন, মাওলানা আবদুল হামিদ খান ভাসানী একটি নাম, একটি ইতিহাস।
আজীবন তিনি শ্রমজীবি-মেহনতি মানুষের সার্বিক কল্যাণ নিশ্চিতকরন এবং অন্যায় অবিচারের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। তাঁর মতো নেতা বর্তমানে বিরল। তিনি বলেন ভাসানীর আদর্শ এবং চেতনা আমরা লালন এবং পালন করছি। তিনি জনগণের অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। আলোচনা সভায় ভাসানী অনুসারী পরিষদের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি