দেশের অগ্রগতি নিয়ে সন্দ্বীপে তথ্য অফিসের মতবিনিময়

39

‘দেশের এগিয়ে যাওয়ার গল্প সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে। এ দায়িত্ব শুধু তথ্য বিভাগের নয়, আমরা যারা সুবিধাভোগী তারা সকলে স্ব-স্ব অবস্থান থেকে প্রচার করতে হবে। ২৫ ফেব্রুয়ারি সকাল ১১টায় সন্দ্বীপ উপজেলা পরিষদের শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল রুমে আয়োজিত চট্টগ্রাম জেলা তথ্য অফিস কর্তৃক এ মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান শাহজাহান বিএ. এ আহ্বান জানান। দেশের উন্নয়ন, অর্জন, সাফল্য ও লক্ষ্যসমূহ অবহিতকরণপূর্বক জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে জেলা তথ্য অফিসের উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার বিদর্শী সম্বৌধি চাকমা। গোলাম ফারুকের উপস্থাপনায় মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন- জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক সাইদ হাসান। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন-সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ শেখ শরিফুল আলম, সন্দ্বীপ প্রেস ক্লাব সভাপতি রহিম উল্যা, চেয়ারম্যান আবুল খায়ের নাদিম, উপজেলা সমবায় কর্মকর্তা মিন্টু বড়ুয়া প্রমুখ। বক্তারা দেশের অগ্রযাত্রার খবরসমূহ মিডিয়ার পাশাপাশি দেশের প্রত্যন্ত এলাকায় জনগণের কাছে পৌঁছে দিতে নানা উদ্যোগ গ্রহণের জন্য তথ্য দপ্তরের প্রতি আহ্বান জানান।