দেশব্যাপি নূরানী কেন্দ্রীয় সনদ পরীক্ষা শুরু

208

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফীর নেতৃত্বাধীন নুরানী তালীমুল কুরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশের অধীনে পরিচালিত দেশব্যাপি নূরানী মাদরাসা সমূহের ৩য় শ্রেণির কেন্দ্রীয় সনদ পরীক্ষা শুরু হয়েছে। রবিবার (১ ডিসেম্বর) থেকে শুরু হওয়া এবারের কেন্দ্রীয় সনদ পরীক্ষায় প্রায় দুই লাখ শিক্ষার্থী অংশগ্রহণ করেছে বলে নিশ্চিত করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা আনাস মাদানী। তিনি আরও জানান, অত্যন্ত আনন্দঘন পরিবেশে কেন্দ্রীয় সনদ পরীক্ষা দেশব্যাপি সহ¯্রাধিক কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
এদিকে বোর্ড কর্তৃপক্ষ পরীক্ষার খাতা প্রশ্নপত্রসহ প্রয়োজনীয় সরঞ্জাম সকল পরীক্ষা কেন্দ্রে কঠোর গোপনীয়তা ও নিরাপদে পৌঁছে বলে জানিয়েছেন বোর্ড কর্মকর্তা মাওলানা আবুল হাসেম ও সিনিয়র প্রশিক্ষক মাওলানা সালিমুল্লাহ খান। পরীক্ষাকেন্দ্রে উপস্থিত অভিভাবক ও নুরানী মাদরাসার শিক্ষকদের সাথে কথা বলে জানা যায়, জীবনের প্রথম সার্টিফিকেট পরীক্ষায় অংশগ্রহণকে কেন্দ্র করে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বিপুল উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করে সামগ্রিক বিষয়ে সন্তোষ প্রকাশ করেছে কর্তৃপক্ষ। এছাড়া কেন্দ্রীয় সনদ পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের সুবিধার্থে নিধারিত কেন্দ্রসমূহে সকল প্রকার সুযোগ-সুবিধা নিশ্চিত করার জন্য কেন্দ্র প্রধান ও দায়িত্বশীলদের আদেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বোর্ডের মহাসচিব আল্লামা মুফতি জসিম উদ্দীন। পরীক্ষা নিয়ন্ত্রক মাওলনা আনাস মাদানী হাটহাজারী উপজেলার বৃহৎ পরীক্ষা কেন্দ্র হাটহাজারী রেল স্টেশন রোডস্থ ইসলামিয়া আরবীয়া তালীমুল কুরআন মাদরাসা পরিদর্শনে করেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মাওলানা ইবরাহীম খলিল সিকদার, মাওলানা আবুল হাশেম, মাওলানা জাহেদুল্লাহ খান, মাওলানা হাসান মুরাদ, মাস্টার আনিসুল ইসলাম প্রমুখ।