দেশপ্রেম নিয়ে কাজ করলে উন্নত রাষ্ট্র হবে বাংলাদেশ

40

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের মানুষের ভাগ্যেন্নয়নে কাজ করে যাচ্ছেন। তিনি উন্নত বাংলাদেশের স্বপ্ন দেখছেন বলেই আমরা এখন উন্নয়নের মহাসড়কে। সরকারের উন্নয়নকে আরো গতিশীল করতে বিদেশী সংস্থা ‘ইউনিসেফ’ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিক্ষা, স্বাস্থ্য সেবা, ওয়াশ, স্যানিটেশন, হাইজিনসহ বিভিন্ন উন্নয়নে ইউনিসেফ অত্যন্ত কার্যকরভাবে কাজ করছে। তিনি বলেন, আমরা সকলে সততা ও দেশপ্রেম নিয়ে কাজ করলে সরকারের ভিশন আগামী ২০২১ সালে মধ্যম আয়ের দেশ, ২০৩০ সালে এসডিজি অর্জন ও ২০৪১ সালে উন্নত বাংলাদেশ বিনির্মাণ সম্ভব হবে। গত ৩১ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১ টায় চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে অনুষ্টিত “প্রয়োগকারী অংশীদারদের জন্য নগদ স্থানান্তর এবং তহবিল অনুমোদন ও ব্যয়ের প্রশংসাপত্রের সাথে একত্রীকরণ পদ্ধতি” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিভাগীয় কমিশনার অফিসের আয়োজনে ও ইউনিসেফ বাংলাদেশ’র সহযোগিতায় দিন ব্যাপী কর্মশালা অনুষ্টিত হয়। চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্থানীয় সরকার) দীপক চক্রবর্তীর (অতিরিক্ত সচিব) সভাপতিত্বে ও উপ-পরিচালক নুসরাত সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) শংকর রঞ্জন সাহা ও ইউনিসেফ বাংলাদেশ’র চট্টগ্রাম বিভাগীয় হেড অব জোন মিস্ মাধুরী ব্যনার্জী। মাল্টিমিডিয়ার মাধ্যমে কর্মশালার মূল উদ্দেশ্য উপস্থাপন করেন কে.এম আলম চাটার্ড একাউন্ট্যান্ড কোম্পানীর কর্মকর্তা মনোয়ার আলম। কর্মশালায় ইউনিসেফসহ বিভিন্ন উন্নয়ন সহযোগী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। বিজ্ঞপ্তি