দৃষ্টি আকর্ষণ মাননীয় জেলা প্রশাসক ও চসিক প্রশাসক

52

চট্টগ্রাম নগরীর গুরুত্বপূর্ণ একটি স্থানের নাম হচ্ছে “আন্দরকিল্লা” যেই আন্দরকিল্লার প্রধান সড়কস্থলে প্রথম জন্মাষ্টামী পরিষদ উদযাপন কমিটির মিছিলের মাধ্যমে জানান দিয়ে জন্মাষ্টমী উদযাপন পরিষদ গঠিত হয়েছিল। সেই স্থানের একটু দূরেই অবস্থিত সনাতন ধর্মের গুরুকূলে আশীর্বাদক “চিন্তাহারী ব্রহ্মচারীর সাধনাস্থল শ্রী গুরুধাম”। সনাতন ধর্মাবলম্বীদের কাছে গুরুত্বপূর্ণ তীর্থস্থান “গুরুধাম”। আন্দরকিল্লা রাজাপুকুর লেইনের মুখে “গুরুধাম” মন্দিরটি প্রবেশ মুখে নির্মিত করেছিল চট্টগ্রাম সিটি কর্পোরেশনের গণশৌচাগার এবং তার পার্শ্বে “বিটিসিএল”এর লাইন বক্স। মাননীয় জেলা প্রশাসক ও চসিক প্রশাসকের কাছে আবেদন, অসাম্প্রদায়িক বাংলাদেশে ধর্মীয় স্থানের সম্মুখ থেকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের গণশৌচাগার স্থাপনাটি অনতিবিলম্বে যদি (চট্টগ্রাম সিটি কর্পোরেশনের গণশৌচাগার)টি অন্যত্র স্থানান্তর করা হয় চট্টগ্রামের সকল সনাতনী সমাজ আপনাদের কৃতজ্ঞতায় আবদ্ধ থাকবে।
বি.কে. নাথ
চট্টগ্রাম।