দুষ্টু খোকন

58

পদ্ম কাঁপা দীঘির জলে ভাসিয়ে শখের তরী
আপন মনে দুষ্টু খোকন ঘোরায় খুশির ছড়ি।
নদীর জলে কল কল কল ঢেউয়ের স্রোত ধারা
চড়ুই পাখির উড়াল ডানায় জাগে সুখের সারা।

দিনের আলো সাঁঝের বুকে বুলায় নরোম হাত
ফুলকুঁড়িরা আঁচল পেতে ভোলে নিঝুম রাত।
ঘোমটা খোলে জোনাকিরা আলোর সবুজ বাগে
চাঁদ-জোছ্নার কুসুম কোমল রূপালী মন জাগে।

লুটোপুটি খেলে খোকন রোদের উছল তাড়া
ছুটির দিনে জলকেলিতে হয় কী আত্মহারা!
মনের পাড়ায় উচ্ছলতায় হাসি-খুশির ঢল
আনন্দ ঝিক ঝিকিমিকি শীতল টলোমল।