দুশ্চিন্তার নাম বিপ টেস্ট

40

ক্রিকেট পাড়ায় গুঞ্জন, জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) ২০১৯-২০২০ মৌসুমের জন্য নতুন নিয়ম করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। খেলতে হলে প্রতিটি ক্রিকেটারের ফিটনেস লেভেল থাকতে হবে আপ টু দ্য মার্ক। ফিটনেসের মান নির্নায়ক বিপ টেস্টে যারা ১১ নম্বর পাবেন না, তারা টুর্নামেন্টে খেলতে পারবেন না। অথচ আগের বছর ৮-৯ থাকলেই চলত। ঠিক এই বিষয়টিই জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের দুশ্চিন্তার বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। দুশ্চিন্তার মাত্রা এতটাই বেশি যে শের-ই-বাংলার চত্বরে এখন এটিই তাদের একমাত্র আলোচ্যসূচিতে পরিণত হয়েছে। একটি উদাহরণ দিয়ে বলি। সেদিন মিরপুর জাতীয় ক্রিকেট একাডেমি মাঠে অনুশীলনে এসে বাংলাদেশ জাতীয় দলের এক সময়ের নিয়মিত এক পেসার অভিযোগের সুরে বললেন, ‘ভাই এটা কোনো কথা হলো? বিপ টেস্টে ১১ না পেলে নাকি এনসিএল খেলা যাবে না। এতদিন ৯ নিয়ে খেলেছি। এখন কেন নতুন নিয়ম? জাতীয় দলে যারা খেলে তারাও বিপে এত গ্রেড নিয়ে খেলে না! আমরা যারা জাতীয় দলে খেলি না, তাদের জন্য এই লেভেলের ফিটনেস ধরে রাখাটা সত্যিই কঠিন।’