দুর্নীতি ও মাদক প্রতিরোধ কমিটি গঠনকল্পে সভা

29

প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুদ্ধি অভিযানকে সফল করার লক্ষ্যে বাংলাদেশ টেন্ডার-চাঁদাবাজ দুর্নীতি ও মাদক প্রতিরোধ কমিটি গঠনকল্পে গত ৬ অক্টোবর নগরীর চেরাগী পাহাড়স্থ বঙ্গবন্ধু ভবনে মো. আজাদ দোভাষের সভাপতিত্বে ও মো. কামাল উদ্দিনের সঞ্চালনায় এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা বলেন, মহাকালের মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালের ১১ জানুয়ারী বাংলাদেশ মিলিটারী একাডেমী উদ্বোধন কালে তিনি দেশ এবং জাতির স্বার্থে আক্ষেপ করে আবেগময় ও সাহসী এক বক্তব্যে বলেছেন, ৩০ লক্ষ শহীদের রক্ত ২ লক্ষ মা-বোনদের ইজ্জত এবং আমার সোনালী জীবন কারাগারে নষ্টের বিনিময়ে এই সোনার বাংলা স্বাধীন করেছি। সভায় সর্বসম্মতিক্রমে মো. আজাদ দোভাষকে চেয়ারম্যান ও মো. কামাল উদ্দিনকে মহাসচিব করে ১০১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। সভা উপস্থিত ছিলেন এড. এম বরক উল্লাহ খান, আয়াজ মিয়া, মো. সফিউদ্দিন, মো. শওকত হোসেন, দুলাল সরকার, নাজিম উদ্দিন চৌধুরী, মো. মহসিন চৌধুরী, কে.এম জামাল হোসেন, বিপ্লব, মঈন উদ্দিন সোহেল, কাজী আহসানুল মোর্শেদ কাদেরী, নোমান উল্লাহ বাহার, মাওলানা নজরুল ইসলাম আশরাফী, আলহাজ নুর মোহাম্মদ, বোরহান উদ্দিন গিফারী প্রমুখ। বিজ্ঞপ্তি