দুর্গাপুজা উপলক্ষে অনাথদের শিশুদের মাঝে অনাথ সংহতি’র উপহার বিতরণ

158

আসন্ন শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে সনাতনী সমাজের অনাথ ও সুবিধাবঞ্চিত শিশুদের সাথে পুজোর আনন্দ ভাগ করে নিতে ‘অনাথ সংহতি’ এর উদ্যোগে অনুষ্ঠিত হয় ‘অনাথালয়ে শারদোৎসব কর্মসূচি-২০১৯’। সংগঠনটি হতদরিদ্র, দুস্থ ও অনাথ শিশুদের মুখে হাসি ফোটানোর জন্য এবার চট্টগ্রামের ৬টি অনাথ আশ্রমে এবার তাদের এই কর্মসূচি পালন করবে।
১ম পর্যায়ে গত ২০ সেপ্টেম্বর অনাথ সংহতি এর উদ্যোগে বিবেকানন্দ অনাথালয় ও রামগড়ে অনাথ শিশুদের মাঝে দুর্গাপূজা উপলক্ষে নতুন কাপড়, পাঞ্জাবি-পাজামা, চকলেটসহ নানা রকম উপহার বিতরণ করা হয়। এছাড়া এই অনাথাশ্রমে আশ্রিত অনাথদের জন্য ৪ থেকে ৫ মাসের খাদ্যসামগ্রী অর্থাৎ চাল, ডাল, আলু, তেল, লবণ, শিক্ষা সামগ্রী এবং অনাথদের শিক্ষা সহায়তা প্রদান করা হয়েছে। বিবেকানন্দ অনাথালয়ে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিবেকানন্দ অনাথালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি রামেশ্বর শীল। অনাথ সংহতি’র সদস্য দেবরাজ সেনগুপ্তের সঞ্চালনায় এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের মুখপাত্র সুদীপ্ত শেখর দাশ, অনাথালয়ে শারদোৎসবের সমন্বয়ক রঞ্জন সেন। এসময় উপস্থিত ছিলেন অনাথ সংহতি’র সংগঠক রাসেল রায় চৌধুরী, ডা. ছোটন কান্তি চৌধুরী, বিজন কুমার দে, সৌরভ চৌধুরী, ওম প্রকাশ ধর, সৌমেন চৌধুরী, বিজয় ধর, রাজীব পাল, অরুপ সেন, বন্ধন সেনগুপ্ত, আশীষ ধর, আশুতোষ চক্রবর্তী, অর্নব দাশ, শুভাশীষ দাশগুপ্ত ও রঞ্জয় বিশ্বাস সুমন প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, পুজোতে সবাই নতুন জামা পরে আনন্দ করে। কিন্তু অনাথ শিশুদের খোঁজ-খবর কেউ নেয় না। এরা আমাদেরই সন্তান, আমরা তাদের মুখে হাসি ফোটাতে চাই, তাদের পাশে দাঁড়াতে চাই। এই মহৎ উদ্যোগে যারা সহযোগিতার হাত প্রসারিত করেছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন বক্তারা। বিজ্ঞপ্তি