দুবাইতে গাউছিয়া কমিটির ঈদে মিলাদুন্নবীর আলোচনা সভা

17

দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ ইকবাল হোসাইন খান বলেন, বাংলাদেশকে এগিয়ে নিতে প্রবাসীদের দেশ প্রেমে অনুপ্রাণিত হতে হবে। আমাদের ঐক্য আমাদের শক্তিশালী জাতি হিসেবে প্রতিষ্ঠিত করবে। গাউছিয়া কমিটি দুবাই আবির শাখার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আজিমুশশান মিলাদ মাহফিল ও আলোচনা সভা গত ১৫ নভেম্বর আবির সুখ আল মদিনা রেস্টুরেন্ট হলে অনুষ্ঠিত হয়। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মাহফিলে একথা বলেন।
আবির গাইছিয়া কমিটির সভাপতি মাওলানা আবু জাফর আল কাদেরীর সভাপতিত্বে ও কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহাবুবুল আলম ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল মনসুরের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ ইকবাল হোসাইন খান। প্রধান বক্তা ছিলেন ইউএই গাউছিয়া কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক মোহাম্মদ ইয়াছিন। বিশেষ অতিথি ছিলেন ইউএই গাউছিয়া কমিটির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আজম, সারজা বাংলাদেশ সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ইসমাইল গনি চৌধুরী, দুবাই গাউছিয়া কমিটির সভাপতি মাওলানা ফজলুল কবির চৌধুরী, উপদেষ্টা আবু সিদ্দিক সওদাগর, কমিউনিটি নেতা কাজী মোহাম্মদ আলী, আবদুল কাদের, মোহাম্মদ মহিউদ্দিন, ব্যাংকার নুর মোহাম্মদ প্রমুখ। বক্তব্য রাখেন গাউছিয়া কমিটি আবির শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহাবুবুল আলম, মোহাম্মদ আইয়ুব, মোহাম্মদ সেলিম,মোহাম্মদ এরশাদ, ইশতেহারুল করিম, মোহাম্মদ মহিউদ্দিন প্রমুখ। আলোচনা শেষে মুসলিম উম্মার সুখ শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।