দুই হাজার পরিবারকে আফ্রিদির খাদ্যসামগ্রী

21

পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদি বেশ কয়েকদিন আগে ফেসবুকে এক ভিডিও বার্তায় জানিয়েছিলেন, করোনা আক্রান্তদের পাশে দাঁড়ানোর কথা। তারই ধারাবাহিকতা নিজ দেশে দুই হাজার পরিবারের কাছে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন তিনি। পাকিস্তানে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে পায় ১ হাজার মানুষ। এর মধ্যে মারা গেছেন ৭ জন। দেশের এই পরিস্থিতিতে নিজ হাতে গড়ে তোলা ‘শহীদ আফ্রিদি ফাউন্ডেশন’ এর পক্ষ থেকে আফ্রিদি নিজে এবং তার কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে এই সামগ্রী পৌঁছে দেন।
এছাড়া আফ্রিদি তার দেশের পধানমন্ত্রী ইমরান খান, স্বাস্থ্যমন্ত্রী জাফর মির্জা ও জাতিসংঘের অঙ্গ সংস্থা বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে থেলাসিমিয়া রোগীদের পাশে এসে দাঁড়ানোর জন্য তাগিদ দেন। এর আগে মার্চ ২২ নিজের অফিসিয়াল ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় আফ্রিদি পুরো বিশ্বের মানুষদের সাবধানে থাকার পরামর্শ দেন। পাশাপাশি নিজের উদ্যোগের কথা জানিয়ে বলেন, তার পক্ষে যতটুকু সম্ভব সর্বোচ্চ দিয়ে মানুষের পাশে থাকার চেষ্টা করবেন।