দুই মালিককে ৫ লাখ টাকা জরিমানা

45

নকশা বহির্ভূত ভবন নির্মাণের অপরাধে বাকলিয়া কল্পলোক আবাসিকের ২ ভবন মালিককে ৫ লাখ টাকা জরিমানা করেছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) বিশেষ আদালত। পাশাপাশি ১ মাসের মধ্যে ভবনের নকশা বহির্ভূত অংশ ভেঙে ফেলার নির্দেশ দেন। গতকাল বৃহস্পতিবার বিশেষ আদালতের বিচারক সাইফুল আলম চৌধুরী এ আদেশ দেন।
বিশেষ আদালতের বেঞ্চ সহকারী মো. ফয়েজ আহমেদ বলেন, অথরাইজড বিভাগ নকশা বহির্ভূত ভবন নির্মাণের সত্যতা পেয়ে মামলা দায়ের করে। মামলা থেকে অব্যাহতি পেতে আসামিরা ভবনের অবৈধ অংশ ভাঙার আবেদন করেন। আদালত আবেদন মঞ্জুর করে ১ মাসের মধ্যে অবৈধ অংশ ভেঙে সচিত্র প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেন। পাশাপাশি নকশা বহির্ভূত ভবন নির্মাণের অপরাধে প্লটের মালিক রুবেল বিশ্বাসকে ৩ লাখ টাকা ও মো. ওসমান গনিকে ২ লাখ টাকা জরিমানা করেন।
সূত্র মতে, কল্পলোক আবাসিকের ই-৭০ নম্বর প্লটের মালিক রুবেল বিশ্বাস ও ডি-৬৪ নম্বর প্লটের মালিক মো. ওসমান গনির বিরুদ্ধে নকশা না মেনে ভবন তৈরির অভিযোগ পায় সিডিএ। অভিযোগ আমলে নিয়ে তদন্ত করে সত্যতা পায় অথরাইজড বিভাগ। এরপর গত ১৮ মার্চ সিডিএ অথরাইজড বিভাগের পরিদর্শক সৈকত চন্দ্র পাল বাদি হয়ে আদালতে মামলা করেন। মামলায় বিবাদীদের বিরুদ্ধে ইমারত নির্মাণ আইন-১৯৫২ এর ১২ (১) ধারায় অভিযোগ আনা হয়।