দুই কারখানাকে সাড়ে ২৫ লাখ জরিমানা

22

পরিবেশ দূষণের অভিযোগে দুইটি কারখানাকে ২৫ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। গতকাল সোমবার কারখানা দুইটির প্রতিনিধিদের উপস্থিতিতে পরিবেশ অধিদফতরের কার্যালয়ে শুনানির পর এই জরিমানা করা হয়েছে। পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জেম হোসাইন এই আদেশ দেন। প্রতিষ্ঠান দু’টি হচ্ছে চট্টগ্রামের সীতাকুন্ডে অবস্থিত শীতলপুর অটো স্টিল মিলস লিমিটেড এবং ইনফিনিয়া নিটিং অ্যান্ড ডাইং মিল লিমিটেড।
মোয়াজ্জেম হোসাইন বলেন, আমরা গত সপ্তাহে এই কারখানা দুইটি পরিদর্শনে গিয়েছিলাম। কারখানার দুইটির একটিতেও তরল বর্জ্য শোধনাগার নেই, পরিবেশ ছাড়পত্রও নেই। এছাড়া ল্যাব রিপোর্টে কারখানা দু’টির আশেপাশে
বায়ূ দূষণের প্রমাণ পাওয়া গেছে। আমরা তাদের শুনানিতে হাজির হতে নোটিশ দিয়েছিলাম। শুনানি শেষে তাদের জরিমানা দিতে বলা হয়েছে। জরিমানার টাকা দিতে ব্যর্থ হলে প্রতিষ্ঠান দুইটি বন্ধ করে দেওয়া হবে বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।