দুই এএসআইকে কারণ দর্শানোর নোটিশ

16

নোয়াখালী আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে তিন রোহিঙ্গা তরুণের পাসপোর্ট নেওয়ার ঘটনায় দু’জন সহকারী উপ-পুলিশ পরিদর্শককে (এএসআই) কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। গত ১২ সেপ্টেম্বর এসপি অফিস থেকে তাদের এ নোটিশ পাঠানো হয়। গতকাল শুক্রবার পুলিশ সুপার মো. আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সুপার জানান, জেলা পুলিশের বিশেষ শাখায় (ডিএসবি) কর্মরত এএসআই আবুল কালাম আজাদ ও নুরুল হুদা তিন রোহিঙ্গা তরুণের পাসপোর্ট আবেদনে দেওয়া ঠিকানা যাচাইয়ের দায়িত্বে ছিলেন। গত ১২ সেপ্টেম্বর এসপি অফিস থেকে তাদের কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে আগামী তিন দিনের মধ্যে তাদের এ বিষয়ে লিখিত জবাব দিতে বলা হয়েছে। জবাব পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
আলমগীর হোসেন আরও জানান, তিন রোহিঙ্গা তরুণের বাংলাদেশি পাসপোর্ট নেওয়ার পুরো ঘটনাটি জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) দীপক জ্যোতি খীসারের নেতৃত্বে তদন্ত হচ্ছে। তদন্তের মাধ্যমে এ ঘটনায় দায়িত্বপ্রাপ্ত ডিএসবি কর্মকর্তা, জাল সার্টিফিকেট তৈরির সঙ্গে জড়িত এবং যারা কাগজপত্র সত্যায়ন করেছে তাদের প্রত্যেককে চিহ্নিত করা হবে। দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে’। খবর বাংলা ট্রিবিউনের
উল্লেখ্য, গত ৫ সেপ্টেম্বর বাংলাদেশি পাসপোর্টধারী তিন রোহিঙ্গা তরুণকে চট্টগ্রামের আকবরশাহ্ এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। তারা দালাল ধরে নোয়াখালী আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে পাসপোর্ট করিয়েছে বলে পুলিশের কাছে স্বীকার করে।