দুই ইটভাটাকে লাখ টাকা জরিমানা

27

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অবৈধ দুই ইটভাটাকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার দুপুরে উপজেলার সরফভাটা ইউনিয়নের মীরেরখীল এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে ইটভাটায় নিম্নমানের চিমনি ব্যবহার ও কাঠ পোড়ানোর দায়ে এসব ইটভাটায় জরিমানা করা হয়। ইটভাটায় নিম্নমানের চিমনি ব্যবহার করার কারণে একটি ইটভাটার চিমনি ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান এবং নির্বাহী হাকিম ও সহকারী কমিশনার (ভূমি) মো. ফখরুল ইসলাম এই অভিযান পরিচালনা করেন। অভিযানে সহযোগিতা করে রাঙ্গুনিয়া থানা-পুলিশ।
ইউএনও মো. মাসুদুর রহমান বলেন, ‘সরফভাটা এলাকায় অভিযান চালিয়ে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনে দুই ইটভাটাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান অব্যাহত থাকবে’।