দুইহাজার পরিবারকে খাবারসামগ্রী বিতরণ

151

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১,২ ও ৩নং ওয়ার্ডের দুই হাজার দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন তিন বারের সাবেক মহিলা কাউন্সিলর ফেরদৌসী বেগম মুন্নী। এসময় করেনা ভাইরাস মোকাবেলায় জনগণকে সচেতনতা করার জন্য লিফলেট ও মাস্কও বিতরণ করা হয়। নগরীর ১নং দক্ষিণ পাহাড়তলী, ২নং জালালাবাদ ও ৩নং পাঁচলাইশ ওয়ার্ডের সংরক্ষিত আসনের সাবেক তিন বারের কাউন্সিলর ও আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর প্রার্থী ফেরদৌসী বেগম মুন্নী নিজস্ব তহবিল থেকে তিন ওয়ার্ডের ঘরবন্দী খেটে খাওয়া দুই হাজার পরিবারের মাঝে ২ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি আলু ও আধা কেজি করে তেল বিতরণ করেন। জনসমাগম হবে তাই বাড়ি বাড়ি গিয়ে এসব খাবার সামগ্রী পৌঁছে দিচ্ছেন।
এসময় তিনি বলেন, করোনা ভাইরাস নামক এ সংক্রমণ রোগটির কারণে পুরো বিশ্ব এখন গৃহবন্দি। এতে করে খেটে খাওয়া দিন মজুর ও নিম্ন আয়ের মানুষেরা মানবেতর জীবনযাপন করছে। একজন জনপ্রতিনিধি ও মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে মানুষ ও দেশের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। তাই গৃহবন্দী এসব মানুষের জন্য পাশে দাঁড়ানোর জন্য আমার এ ক্ষুদ্র প্রচেষ্টা। যার যার অবস্থান ও সামথ্য অনুযায়ী এ দুর্যোগকালীন সময়ে মানুষদের পাশে দাঁড়ানো সকলের এগিয়ে আসা উচিত। খাদ্যসামগ্রী বিতরণ করতে গিয়ে দেখা যায় একটি পরিবারে দুপুরে রান্না করার মতো কোন কিছু নেই। পরিবারের তিন সদস্য নিয়ে অনাহারে দিন যাপন করছে। খাদ্যসামগ্রী নিয়ে তার বাসায় যাওয়ার পর তাদের চোখে কৃতজ্ঞতার জলে দেখেছি তাতে আমার নিজেরও চেখের পানি চলে এসেছে যোগ করেন মুন্নী কমিশনার। তিনি আরও বলেন, ২ হাজার পরিবারের জন্য খাবার মজুর রেখেছি এবং সেখান থেকে তাদের কাছে পৌঁছে দিচ্ছি। তবে এই ক্রান্তিকাল আরও দীর্ঘ হলে এই কর্মসূচি আরও বাড়ার সর্বোচ্চ চেষ্টা করবো। বিজ্ঞপ্তি