দীপশিখার বর্ষপূর্তি ও গ্রন্থের মোড়ক উন্মোচন

78

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমাজ বিজ্ঞানী ড. অনুপম সেন বলেছেন, কবির কবিতায় সৌন্দর্য থাকতে হবে কাব্যিক। নীলকররা যখন নীল চাষিদের উপর নির্যাতন করেছিলেন দীনবন্ধু মিত্র “নীলকর দর্পণ” লিখেছেন। রবীন্দ্রনাথ “ডাকঘর”,“রক্তকরবী” লিখেছেন। তিনি দীপশিখার উদ্দেশ্যে বলেন, সাহিত্য চর্চায় থাকবে সৃজনশীলতা, ছন্দময়তা, ভাবের গাঢ়ত্ব। চর্চার মাধ্যমে ‘দীপ শিখা’ যেন সাহিত্য আন্দোলনে এগিয়ে যায়। গত ৩ মে শুক্রবার নগরীর জামাল খান প্রেস ক্লাবে দীপশিখার বর্ষপূর্তি ও “তরঙ্গের নোনাজলে এবং শেখ মুজিবুর নামা” কাব্যগ্রন্থ, মহাকাব্য গ্রন্থ এবং সাহিত্য সাময়িকী ‘শীলন’র মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেবলীনা বড়ুয়া শ্রুতি কণ্ঠে “তুমি নব নব রূপে এসো” উদ্বোধনী সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট কবি ও গবেষক অধ্যাপক ফাউজুল কবির। এতে বিশেষ অতিথি ছিলেন চবি অধ্যাপক ড. বেণু কুমার দে, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের মহাব্যবস্থাপক নিতাই কুমার ভট্টাচার্য্য, ডি.আই.জি কমান্ডেন্ট পিটিসি নোয়াখালী রোকন উদ্দিন রোকন, কবি ও সাংবাদিক এজাজ ইউসুফী, কবি ও প্রকাশক মো. নুরুল আবসার, শিশু সাহিত্যিক সাংবাদিক বিপুল বড়ুয়া প্রমুখ। এতে স্বাগত বক্তব্য রাখেন দীপশিখার প্রতিষ্ঠাতা বাবু রূপক বরণ বড়ুয়া। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন কবি তনুজা বড়ুয়া, কবি রহু রুহেল এবং কবি বিশ্বজিৎ সেন। স্বরচিত কবিতা পাঠন করেন প্রিয়তোষ চাকমা এবং রূপক বরণ বড়ুয়া। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সঞ্জয় পাল। সভাশেষে বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পী প্রকৌশলী প্রমেন বড়ুয়া এবং অধ্যাপক দীপংকর বড়ুয়ার সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। বিজ্ঞপ্তি