দীঘিনালায় আর্থিক অনুদান বিতরণ বিষয়ক অনুষ্ঠান

92

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় সমাজকল্যাণ পরিষদ কর্তৃক খাগড়াছড়ির দীঘিনালায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠি পরিবার ও কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীদের মাঝে এককালীন আর্থিক আনুদান নগদ টাকা বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার উপজেলা শিল্পকলা একাডেমিতে ইউআরসি কর্মকর্তা মো. মাইন উদ্দিনের সঞ্চালনায় উক্ত আর্থিক অনুদান বিতরণ বিষয়ক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ। এতে প্রধান অতিথি ছিলেন রাখেন কুজেন্দ্র লাল ত্রিপুরা উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা) এমপি। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নব কমল চাকমা, খাগড়াছড়ি জেলা সমাজ সেবা উপ-পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম, ২নং বোয়ালখালী সদর ইউপি চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা ও দীঘিনালা থানা অফিসার ইনচার্জ ওসি উত্তম চন্দ্র দেব। ক্ষুদ্র নৃ-গোষ্ঠি পরিবার ও কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীদের মাঝে নগদ অনুদান বিতরণকালে কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, বর্তমান সরকার সমাজের মানুষকে ভোজা হিসেবে রাখতে চায় না, দেশের সম্পদে পরিনত করতে চায়। প্রকৃত বন্ধু হচ্ছে বই, তাই বইয়ের সাথে প্রেম করতে হবে তাহলে জীবনে লেখাপড়া করে দেশ ও সমাজের মানুষের জন্য কাজ করতে হবে। আলোচনা সভা শেষে ক্ষুদ্র নৃ-গোষ্ঠি ২শ ৫ পরিবার ও কলেজে অধ্যয়নরত ৫শ ২০ জন শিক্ষার্থীদের মাঝে ৭২৫ জনের ৪ হাজার টাকা করে এককালীন ২৯ লক্ষ টাকা নগদ আর্থিক আনুদানের টাকা বিতরণ করা হয়েছে।