দীঘিনালায় আওয়ামী লীগ সমর্থিত তিন প্রার্থীর জয় লাভ

38

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ কাশেম। এছাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. মোস্তফা কামাল মিন্টু এবং মহিলা ভাইস চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভানেত্রী সীমা দেওয়ান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে। গত সোমবার উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলার ২৮টি ভোটকেন্দ্রে কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপ‚র্ণভাবে শেষ হয়েছে। ইতিমধ্যে ২৮টি ভোট কেন্দ্রের ফলাফলে নৌকা প্রতীকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ কাশেম ৩৭ হাজার ১শত ২ ভোট পেয়েছেন। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী ইউপিডিএফ (প্রসিত) সমর্থিত উমেশ কান্তি চাকমা হেলিকপ্টার প্রতীকে ১৪ হাজার ২ শত ২ ভোট এবং জেএসএস-এমএন লারমা আনারস প্রতীকে ৬ হাজার ৬ শত ৫১ ভোট পেয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. মোস্তফা কামাল মিন্টু টিউবওয়েল প্রতীকে ৩৬ হাজার ৬শত ৩৬ ভোট পেয়েছেন।
জেএসএস এমএন লারমা দল সমর্থিত প্রার্থী সমদানন্দ চাকমা তালা প্রতীকে ৬ হাজার ১শত ৮২ ভোট, সুসময় চাকমা চশমা প্রতীকে ১৪ হাজার ২শত ৭০ ভোট পেয়েছেন। অন্যদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সীমা দেওয়ান কলসি প্রতীকে ২৯ হাজার ৪ শত ২৭ ভোট, লিপি দেওয়ান বৈদ্যুতিক পাখা প্রতীকে ১১ হাজার ৯ শত ৩ ভোট এবং গোপা দেবী চাকমা প্রজাপতি প্রতীকে পেয়েছেন ১৫ হাজার ৬শত ২৫ ভোট। উপজেলা নির্বাচন কর্মকর্তা রকর চাকমা জানান, কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপ‚র্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।