দি চিটাগং ট্রাস্টের ত্রি-বার্ষিক সম্মেলন

49

দি চিটাগং ট্রাস্ট-বাংলাদেশ (সিটিবি) এর ত্রি-বার্ষিক সম্মেলন ও সাধারণসভা গত ১ ফেব্রæয়ারি সন্ধ্যায় নগরীর নজির আহমেদ রোডস্থ সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক স্বদেশ চক্রবর্তীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সিটিবি’র প্রধান পৃষ্টপোষাক শিল্পপতি তিনকড়ি চক্রবর্তী। ট্রাস্টের মহাসচিব অরুণ কান্তি মলি­কের সঞ্চালনায় সাধারণ সভায় বাৎসরিক আয়-ব্যয় হিসাব উপস্থাপন ভারপ্রাপ্ত অর্থ সচিব জগদীশ মলি­ক। বক্তব্য রাখেন প্রদীপ দাশ পরাগ, ব্যাংকার নারায়ণ দাশ, রাজশ্রী মজুমদার, উত্তম চক্রবর্তী ­প্রমুখ। ১ম পর্বে ট্রাস্টের পুরাতন কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। ২য় পর্বে মিলন কান্তি রুদ্রকে প্রধান নির্বাচন কমিশনার ও কমল দাশ শিমুল, দোলন দাশকে সদস্য করে তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়। সম্মেলনে উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে ডা. নারায়ন চন্দ্র মজুমদারকে চেয়ারম্যান, অধ্যাপক জনার্দন বণিককে মহাসচিব, গুরুসদয় বিশ্বাসকে সাংগঠনিক সচিব, জগদীশ মলি­ককে অর্থ সচিব, অধ্যাপক মৃণাল কান্তি বণিককে শিক্ষা সচিব করে ২০১৯-২০২১ সালের জন্য দি চিটাগং ট্রাস্টের কমিটি গঠন করা হয়। বিজ্ঞপ্তি