দিশারী খেলাঘরে তিন কবির জন্মজয়ন্তী

37

গান, কবিতা আর কথামালায় বাংলা সাহিত্যের তিন ব্যক্তিত্ব কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর ও কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মজয়ন্তী উদযাপন করেছে দিশারী খেলাঘর আসর। গত শুক্রবার বিকেলে আসরের অস্থায়ী কার্যালয়ে এ অনুষ্ঠান হয়। আসরের সহসভাপতি ফারজানা ইয়াছমিন শিল্পীর সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক নাজমা আকতারের সঞ্চালনায় সভায় অতিথি ছিলেন সাংস্কৃতিক সংগঠক মোহাম্মদ আলী, আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক মো. হেফাজ উদ্দিন, খেলাঘর বোয়ালখালী উপজেলা কমিটির সভাপতি আবুল ফজল বাবুল ও আসরের উপদেষ্টা শ্যামল বিশ্বাস।
তিন কবির সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন ফারিহা নঈম ঐশী, তাসকিয়া জাহান তানিসা ও ঐশী দে। বক্তব্য রাখেন সহ-সভাপতি জয়শ্রী ত্রিপাঠি, সাহিত্য সম্পাদক আবদুল্লাহ ফাহিম, সাংস্কৃতিক সম্পাদক মনিষা শীল, সাহিত্য সম্পাদক রাজিয়া সুলতানা, সোনিয়া শীল, প্রিয়া নাথ ও অন্তু ধর। বিজ্ঞপ্তি