দাহপত্র

41

একটা মৌন
চোখ ও গলগণ্ড বেয়ে চলে গেলো অন্য নদীর দিকে

মোহনায় নেমে দেখি জল সূর্যের মতোই স্থির
আহা জল, অনড় ঢেউয়ে এতো কী রেখেছো জড়ায়ে
চন্দনবাটা, সন্ধের পদাবলী, মোহজল, রোদেল নূপুর ?

আমি ইহস্রোতে দাহপত্র লিখবো
তুমি সাতকাহন প্রৌঢ়রাত আর এককাহন অসুখে
অপেক্ষা রেখো- আদিম দিগর